4:31 pm , January 5, 2024
ঘন কুয়াশার কারণে কার্গোর সাথে সংঘর্ষ
নিজস্ব প্রতিবেদক ॥ ঘন কুয়াশায় কারনে মেঘনা নদীতে কার্গোর সাথে মুখোমুখি সংঘর্ষে ঢাকা থেকে বরিশালগামী সুন্দরবন-১৬ এক নারী নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার রাত দেড়টায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে সংঘর্ষে আহত হয়েছেন এক যুবক।
এখলাসপুর গ্রামের সামনে নদীতে নোঙর করে রাখা মার্কেন্টাইল-৩ কার্গো জাহাজের সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা সুন্দরবন-১৬ লঞ্চের সংঘর্ষ হয় বলে জানিয়েছেন মতলব উত্তরের মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুজ্জামান। এ ঘটনায় নিখোঁজ রয়েছে লঞ্চের যাত্রী হলো-রিনা বেগম। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তার কোন খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছেন সুন্দরবন-১৬ লঞ্চের সুপারভাইজার মো. বাবুল।
নৌ পুলিশের মনিরুজ্জামান জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় ঢাকা থেকে সুন্দরবন-১৬ লঞ্চটি প্রায় দুই হাজার যাত্রীসহ বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসে। মধ্য রাতে ঘনকুয়াশায় নদীতে নোঙর করা কার্গো জাহাজটির সঙ্গে লঞ্চটির ধাক্কা লাগে।
সংঘর্ষে সুন্দরবন-১৬ লঞ্চটির মাঝখানে কিছু অংশ ভেঙে যায়। ধাক্কার পরে লঞ্চটি নদীর কিনারে নিতে সক্ষম হন চালক।
চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, দুর্ঘটনায় কবলিত লঞ্চ ও কার্গোটি এখলাসপুরেই নোঙর করা রয়েছে। নৌ পুলিশের সহায়তায় তেমন কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই সব যাত্রীকে উদ্ধার করা হয়েছে।
সুন্দরবন- ১৪ ও ১৫ লঞ্চে যাত্রীদের বরিশাল নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। নিখোঁজ নারীকে উদ্ধারে ফায়ার সার্ভিসের সদস্যরা তৎপরতা অব্যাহত রেখেছেন বলেও জানান তিনি।
সুন্দরবন-১৬ লঞ্চের সুপারভাইজার বাবুল বলেন, লঞ্চের যে অংশে পানি প্রবেশ করেছে। সেই পানি অপসারন করা হয়েছে। লঞ্চটি মেরামতের জন্য ঢাকা নিয়ে যাওয়া হবে।
লঞ্চের এক যাত্রী বলেন, সন্তানকে চিকিৎসা দিয়ে স্বামীর সাথে বরিশাল ফিরছিলেন নিখোঁজ নারী। কার্গোর সাথে সংঘর্ষের পর লঞ্চের তলা ফেটে পানি প্রবেশ করে। তখন যাত্রীরা সবাই কার্গোতে উঠে। স্বামী প্রথমে কার্গোতে উঠার পর সন্তানকে তার কাছে দেয় রিনা বেগম। স্বামী সন্তানকে নিয়ে কার্গোর ভিতরে যায়। এ সময় লঞ্চ চালু দিলে পড়ে গিয়েছে রিনা বেগম। যা কেউ খেয়াল করেনি। স্ত্রীকে না পেয়ে তখন সন্ধান শুরু হয়।