ভোটের দিন বরিশাল জেলা থাকবে নিরাপত্তার চাদরে ঘেরা ভোটের দিন বরিশাল জেলা থাকবে নিরাপত্তার চাদরে ঘেরা - ajkerparibartan.com
ভোটের দিন বরিশাল জেলা থাকবে নিরাপত্তার চাদরে ঘেরা

4:29 pm , January 5, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ ভোটের দিন গোটা বরিশাল জেলা নিরাপত্তার চাঁদরে ঘেরা থাকবে বলে জানিয়েছেন রির্টানিং কর্মকর্তা মো. শহিদুল ইসলাম। শুক্রবার বিকেল বরিশাল জেলা পুলিশ লাইন্স মাঠে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। রিটানিং কর্মকর্তা বলেন, নির্বাচনী মালামাল যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছানো হয়েছে। শনিবার কেন্দ্র ভিত্তিক বিতরণ করা হবে। এছাড়া দুর্গম কেন্দ্র ব্যতিত সকল কেন্দ্রে ভোটগ্রহণের দিন সকালে ব্যালট পৌঁছে দেয়া হবে। তিনি বলেন, জেলায় পুরো নির্বাচনী নিরাপত্তায় পুলিশ, আনসার, র‌্যাব, বিজিবি, সেনাবাহিনী, কোষ্টগার্ড, নৌ-পুলিশ দায়িত্ব পালন করবেন। বরিশাল জেলায় ১৭ প্লাটুন বিজিবি এবং ৯ প্লাটুন প্লাস সেনাবাহিনীর সদস্য ও সদরে একটি কোম্পানি মোতায়েন করা হয়েছে।
শহীদুল ইসলাম বলেন, জেলায় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ৪৭ জন নির্বাহী হাকিম উপজেলা ভিত্তিক নিয়োজিত করা হয়েছে। নদী বেষ্টিত মেহেন্দিগঞ্জে অন্যান্য বাহিনীর সাথে কোষ্টগার্ড ও নৌ পুলিশ কাজ করবে। এক কথায় গোটা জেলা নিরাপত্তার চাঁদরে ঘেরা থাকবে। যাতে ভোটাররা নির্বিঘেœ কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নিরাপদে বাসায় ফিরতে পারে।
এদিকে আনসার ও ভিডিপি’র বরিশাল জেলা কার্যালয়ের কমান্ড্যান্ট এস এম মুজিবুল হক বলেন, বরিশাল জেলায় আমাদের ৯ হাজার ৯২৪ জন আনসার ভিডিপি সদস্য পুলিশের সাথে সমন্বয় করে কেন্দ্রের দায়িত্ব পালন করবে। এর বাহিরে প্রতিটি উপেজলায় ১ টি স্ট্রাইকিং ফোর্স ও বরিশাল মেট্রোপলিটন এলাকায় ১ প্লাটুনের পাশাপাশিং জেলার জন্য অতিরিক্ত ১ প্লাটুন স্ট্রাইকিং ফোর্স মোতায়েন রয়েছে। এছাড়া বিভাগের জন্য আনসার-ভিডিপির রিজার্ভ ১ প্লাটুন ফোর্স প্রস্তুত থাকবে, যাতে যে কোন স্থানে উদ্বুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হলে তাৎক্ষনিক সেখানে তারা যেতে পারে।
তিনি বলেন, সবমিলিয়ে গোটা বিভাগে ৩৫ হাজারের মতো আনসার ও ভিডিপি’র সদস্য নির্বাচনে দায়িত্ব পালন করবে।
অপরদিকে জেলার পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম জানান, সদর ব্যতিত জেলার ৫ টি আসনে আড়াই হাজার পুলিশ সদস্য তাদের দায়িত্ব পালন করবে। প্রতি কেন্দ্রে পুলিশ ও আনসার মিলিয়ে ১৬ জন করে নির্ধারিত সদস্য এবং বিশেষ ক্ষেত্রে ২০ জন করে নির্ধারিত সদস্য থাকবে।
এছাড়া ১০ টি সেন্টারের জন্য দুটি মোবাইল টিম ও দুটি স্ট্রাইকিং টিম থাকবে। ওভারঅল বিজিবি-সেনাবাহিনীর স্ট্রাইকিং এবং আনসারের ডেপলয়মেন্ট থাকবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT