এ্যাডভেঞ্চার ও চন্দ্রদ্বীপ লঞ্চের মধ্যে সংঘর্ষ এ্যাডভেঞ্চার ও চন্দ্রদ্বীপ লঞ্চের মধ্যে সংঘর্ষ - ajkerparibartan.com
এ্যাডভেঞ্চার ও চন্দ্রদ্বীপ লঞ্চের মধ্যে সংঘর্ষ

4:27 pm , January 5, 2024

মেহেন্দিগঞ্জ প্রতিবেদক ॥ ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী এ্যাডভেঞ্চার -১ লঞ্চের সাথে শুক্রবার বরিশাল লঞ্চঘাট থেকে সকাল সোয়া ৬টায় ছেড়ে আসা পাতারহাট টু মজুচৌধুরীর হাট রুটের এমভি চন্দ্রদ্বীপ লঞ্চের সাথে সংঘর্ষ হয়েছে। কীর্তনখোলা নদী সংলগ্ন জনতাবাজার এলাকায় ঘন কুয়াশার কারণে  এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় লঞ্চটিতে শতাধিক যাত্রী ছিলো বলে জানাগেছে।  দুর্ঘটনায় মেহেন্দিগঞ্জের ১০/১২ জন যাত্রী আহত হয়। এসময় স্থানীয়রা দুর্ঘটনাস্থল থেকে আহতদেরকে উদ্ধার করে বরিশাল শেবাচিম সহ বিভিন্ন স্থানে চিকিৎসার জন্য নিয়ে যায়। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর জখম হওয়ার খবর পাওয়া গেছে।একাধিক যাত্রী বলেন, লঞ্চে দক্ষ কোন চালক না থাকায় এই দুর্ঘটনা ঘটেছে। এছাড়াও মেরিন আইনে যেসকল সরঞ্জাম থাকার কথা তার কিছুই ওই লঞ্চে নেই। এবিষয়ে বরিশাল নদী বন্দরের দায়িত্বে থাকা ট্রাফিক সুপার ভাইজার মোঃ রিয়াদ হোসেনের সাথে মুঠোফোনে আলাপকালে তিনি জানান, আমি দুর্ঘটনার কথা শুনেছি। এই ধরনের ছোট ছোট লঞ্চ চলাচলে অনিয়মের বিষয়গুলো দেখার জন্য আমি আমার সাধ্যমত চেষ্টা করে যাবো এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এবিষয়ে এমভি চন্দ্রদীপ লঞ্চের সুকানি মোঃ জাফর এর সাথে মুঠোফোনে আলাপকালে তিনি দুর্ঘটনার কথা স্বীকার করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT