4:04 pm , January 4, 2024

স্বরূপকাঠি প্রতিবেদক ॥ পিরোজপুর-২ আসনে (কাউখালী-ভান্ডারিয়া-নেছরাবাদ) আসনে ১৪ দলীয় জোটের প্রার্থী জাতীয় পার্টি জেপি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দেওয়ার বিকল্প নেই। দেশে এবং বিদেশে শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে । শেখ হাসিনা সরকারে থাকলে দক্ষিনাঞ্চলের উন্নয়ন বেগবান হবে। সন্ধ্যা নদীতে ব্রিজ হবে,নদী ভাঙন রোধ হবে, রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন হবে। গোটা দেশের সাথে যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকায় ভোট দিতে হবে। সর্বস্তরের জনগনের কাছে নৌকা মার্কায় ভোট চান আনোয়ার হোসেন মঞ্জু। তিনি বলেন, আপনাদের ভোটে নির্বাচিত হয়ে শেখ হাসিনা আবারো সরকার গঠন করবে ইনশাল্লাহ।
গতকাল বৃহস্পতিবার বিকেলে স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমি মাঠে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ শহিদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত নৌকা প্রতীকের প্রার্থীর শেষ নির্বাচনী জনসভায় বক্তৃতা করেন সাবেক সংসদ সদস্য তাসমিমা হোসেন, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, পিরোজপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস, যুগ্ম সম্পাদক শরীফ আহম্মেদ, আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম বিপ্লব, তৌহিদুল ইসলাম প্রমুখ।