4:03 pm , January 4, 2024
ঝালকাঠি প্রতিবেদক ॥ ঝালকাঠিতে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন লিফলেট বিতরণ করেছে। ঝালকাঠি সদর উপজেলার পোনাবালীয়ায় বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাড. মিজানুর রহমান মুবিন এর নেতৃত্বে সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ভোট বর্জনের আহবান জানিয়ে লিফলেট বিতরন করা হয়। এসময় ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলো। জেলা যুবদলের আহবায়ক মোঃ শামিম তালুকদার এর নির্দেশনায় জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ আনিসুর রহমান পান্নুর নেতৃত্বে সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নে সকাল ১১ টায় লিফলেট বিতরন ও গণসংযোগ করা হয়। কাঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান মোঃ আকতার হোসেন নিজাম মীরবহর এবং উপজেলা যুবদলের আহবায়ক মোঃ রাসেল সিকদার এবং সদস্য সচিব জয়নাল আবেদীন এর নেতৃত্বে কাঠালিয়া এবং আমুয়ায় লিফলেট বিতরন ও গণসংযোগ করা হয়। জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এ্যাড. সাকিনা আলম লিজা এবং যুগ্ম সাধারণ সম্পাদক ফারজানা ইয়াসমিন এর নেতৃত্বে ঝালকাঠি পৌর এলাকার বিভিন্ন স্থানে লিফলেট বিতরন করা হয়। নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ তৌহিদ আলম মান্না এবং সদস্য সচিব সাইদুল কবির রানা এর নেতৃত্বে নলছিটি উপজেলার কাঠের ঘর, শিমুল তলা সহ বেশ কয়েকটি হাট, বাজারে সকাল ১০ টা থেকে লিফলেট বিতরন কার্যক্রম চালানো হয় । নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ কর্মসূচি চলাকালে সকাল ১১ টার দিকে নলছিটি উপজেলার শিমুল তলায় যুবলীগ ছাত্রলীগের সাথে বাগবিত-া এবং হাতাহাতির ঘটনা ঘটছে। এতে ২ স্বেচ্ছাসেবক দলের কর্মী আহত হওয়ার অভিযোগ করছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। লিফলেট বিতরন কর্মসুচীতে যুবলীগ ছাত্রলীগের বাধা প্রদান এবং স্বেচ্ছাসেবক দলের কর্মী দের আহত করার ঘটনায় ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক এ্যাড. মোঃ সৈয়দ হোসেন এবং সদস্য সচিব এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষিদের শাস্তির দাবি জানিয়ে গণতান্ত্রিক এবং সাংবিধানিক অধিকারে হস্তক্ষেপ না করার আহবান জানান ।