সমাজসেবক কাজী মোখলেছুর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত সমাজসেবক কাজী মোখলেছুর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত - ajkerparibartan.com
সমাজসেবক কাজী মোখলেছুর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত

4:02 pm , January 4, 2024

খবর বিজ্ঞপ্তি ॥ আবদুর রব সেরনিয়াবাত সরকারি কলেজের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব কাজী মোখলেছুর রহমান এর ১১তম  মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে  আলোচনা ও দোয়া মিলাদের আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকাল দশটায় কলেজ মিলনায়তনে  অধ্যক্ষ  নুসরাত রশিদের সভাপতিত্বে আলোচনা  সভা ও দোয়া মোনাজাতে প্রধান অতিথি  ছিলেন বিশিষ্ট  সমাজ সেবক, প্রতিষ্ঠাতা সদস্য কাজী মফিজুল ইসলাম কামাল। উপস্থিত ছিলেন সমাজ সেবক মোহাম্মদ  হোসেন চৌধুরী , প্রতিষ্ঠাতা তনয়া বীর মুক্তিযোদ্ধা শিক্ষানুরাগী  রওশন আরা বেগম নিমু,প্রাক্তন  অধ্যক্ষ মুনসুর  আলী হাওলাদার। আরো উপস্থিত  ছিলেন শের ই বাংলা নগর মাধ্যমিক বিদ্যালয়, কাউনিয়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও পৌর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকবৃন্দ। শুরুতেই পবিত্র কুরআন তেলওয়াত করেন শিক্ষার্থী  আব্দুর রহিম। অধ্যাপক  শামসুল বারী মনির  এর সঞ্চালনায়  আলোচনা অনুষ্ঠানে বক্তব্য  রাখেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ঐশি,অধ্যাপক  শহিদুল ইসলাম, ইসমাইল হোসেন, উত্তম কুমার বড়াল, শাহীনা ইয়াসমিন, শেখ কামরুন্নাহার কাদির, সাবেক অধ্যক্ষ মুনসুর আলী হাওলাদার প্রমুখ। বক্তারা প্রতিষ্ঠাতা আলহাজ্ব কাজী মোখলেছুর রহমানের  বিভিন্ন  কর্মকান্ড তুলে ধরেন এবং  শিক্ষক- শিক্ষার্থীদেরকে তা অন্তরে ধারণ করে কলেজটিকে অন্যতম  উচ্চতায় নেওয়ার আহবান জানান। অনুষ্ঠানের প্রধান অতিথি কাজী মফিজুল ইসলাম তার বক্তব্যে আব্দুর রব সেরনিয়াবাত কলেজটি স্থাপনে কাজী মোখলেছুর রহমানের দীর্ঘ পরিশ্রম ও অবদানের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, সমাজ সেবায় কাজী মোখলেছুর রহমানের অবদান শিক্ষণীয়। তাকে অনুসরণ করে সমাজকে একটি আদর্শ সমাজ হিসাবে গড়ে তোলার শপথ নিতে হবে। অনুষ্ঠানের সভাপতি, কলেজ অধ্যক্ষ তার বক্তব্যে কাজী মোখলেছুর রহমানের জীবনের নানা দিক তুলে ধরে তার প্রতি গভীল শ্রদ্ধা জ্ঞাপন করেন। পরিশেষে  দোয়া মোনাজাত পরিচালনা করেন মাকসুদুর রহমান।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT