সম্মানের মালিক আল্লাহ এটাই আমার বিশ্বাস -জাহিদ ফারুক সম্মানের মালিক আল্লাহ এটাই আমার বিশ্বাস -জাহিদ ফারুক - ajkerparibartan.com
সম্মানের মালিক আল্লাহ এটাই আমার বিশ্বাস -জাহিদ ফারুক

4:00 pm , January 4, 2024

সিনিয়র সিটিজেন ওয়েল ফেয়ার এসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়
বিশেষ প্রতিবেদক ॥ বরিশালে বিএম স্কুল মাঠে যখন সাদিক পন্থী নেতাকর্মীরা ট্রাকের পক্ষে সমর্থন দিচ্ছে ঠিক তখন নৌকার প্রার্থী জাহিদ ফারুক ছুটে বেড়াচ্ছিলেন সদর উপজেলার টুঙ্গীবাড়ীয়া লাহারহাট এলাকার প্রত্যন্ত গ্রামে। ক্লান্ত বিধ্বস্ত জাহিদ ফারুক বৃহস্পতিবার সন্ধ্যার পরে এসে উপস্থিত হন নগরীর মাইনুল হাসান রোডের সিনিয়র সিটিজেন ওয়েল ফেয়ার এসোসিয়েশনের। সেখানে জাহিদ ফারুক বলেন, সম্মানের মালিক একমাত্র আল্লাহ এটা আমি মনেপ্রাণে বিশ্বাস করি। তাই আমার কাজে কখনো অসততা পাবেন না। আমি নির্বাচিত হলে সিনিয়র সিটিজেন ওয়েল ফেয়ার এসোসিয়েশনই শুধু নয়, পুরো বরিশালের চেহারা বদলে দেব। আমি এবং খোকন সেরনিয়াবাত এই বরিশালকে সুন্দরভাবে সাজিয়ে দেব। এই ক্লাবের জন্য যা যা করা সম্ভব তার সবই আমি করব।
বীর মুক্তিযোদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক বীরপ্রতীক এর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর যুব লীগের আহবায়ক নিজামুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন, সিনিয়র সিটিজেন ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া সেলিম, সহ-সভাপতি কাজী মিজানুর রহমান, পিপি ওবায়দুল্লাহ সাজু সহ আরো অনেকে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT