3:58 pm , January 4, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল-২ আসনের নৌকা প্রতীকে প্রার্থী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে সমর্থন দিয়ে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলাম মনি। বরিশাল-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সাবেক সংসদ সদস্য মনি বৃহস্পতিবার সরে দাড়ানোর ঘোষনা দেন।
স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলাম মনি বলেন, গত ২৯ ডিসেম্বর বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে নৌকা প্রতীকের প্রার্থীকে ভোট দেওয়ার আহবান জানিয়েছেন। রাশেদ খান মেনন নৌকা প্রতীকের প্রার্থী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে সরিয়ে নিয়েছি।
মনি আরো বলেন, শুধু তিনি একা নন। তার অনুসারী সকলকে নিয়ে উজিরপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নির্বাচনী গনমিছিল পরবর্তী সভায় অংশ নিয়েছেন।
এ সময় তিনি মেননের হাতে ফুলের নৌকা প্রতীক তুলে দিয়ে তার প্রতি সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
পরে সেখানে দেওয়া বক্তব্যে মনিরুল ইসলাম মনি বলেন, আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা দেশরতœ শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর ভাগ্নে জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহর প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশ ও দলের বৃহত্তর স্বার্থে তিনি নৌকার প্রার্থীকে সমর্থন জানিয়েছেন।
তিনি বিএনপি-জামায়াতের অগ্নি সন্ত্রাস ও দেশী-বিদেশী সকল ষড়যন্ত্র-চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিয়ে ৭ জানুয়ারী বিপুল ভোটে উন্নয়ন-অগ্রযাত্রার প্রতীক নৌকাকে বিজয়ী করতে আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মীসহ উজিরপুর-বানারীপাড়াবাসীর প্রতি আহবান জানিয়েছেন।
রাশেদ খান মেননের মিডিয়া সেলের সদস্য ছাত্রমৈত্রির নেতা শামিল শাহরুখ তমাল প্রতিদিনের বাংলাদেশকে বলেন, গনমিছিল শেষে সমাবেশ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন।
বক্তব্য রাখেন প্রার্থী রাশেদ খান মেনন, তার স্ত্রী সংরক্ষিত সংসদ লুৎফুন্নেসা খান বিউটি, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আবিদ আল হাসান, উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন বেপারী, উজিরপুর উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ফায়জুল হক বালী, ভাইস চেয়ারম্যান সীমা রানী শীল প্রমূখ।
সমাবেশে রাশেদ মেনন বলেছেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের বিজয়ের মাধ্যমে স্বাধীনতার স্ব-পক্ষের শক্তির বিজয় হবে।
সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে এদেশের তরুনরা জানিয়ে মেনন বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশের পথ পেড়িয়ে দেশ এখন স্মার্ট বাংলাদেশের লক্ষ্যে এগোচ্ছে। তাই তরুন ভোটাররা মুক্তিযুদ্ধের স্ব-পক্ষের প্রতিক নৌকায় ভোট দিয়ে সে লক্ষ্যকে এগিয়ে নিবে।
মনোনয়ন পেয়েও বঞ্চিত হওয়া বরিশাল জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক এ্যাড. তালুকদার মো. ইউনুস বলেছেন, উজিরপুর-বানারীপাড়া মুক্তিযুদ্ধের চেতনার ঘাটি। এখানে কোনো সাম্প্রদায়িক শক্তির স্থান হবে না। নির্বাচনের যে স্বত.স্ফূর্ততা চলছে তার ধারাবাহিকতায় নৌকা প্রতিক বিপুলভাবে জয়ী হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবে।
আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাদের আহ্বান জানিয়ে তিনি বলেছেন, সকল ষড়যন্ত্রেকারীদের সকল অপচেষ্টা রুখে দিয়ে আওয়ামী লীগ তথা ১৪ দলের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।