3:53 pm , January 4, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ গৌরনদীতে সাকুরা পরিবহনের নিচে চাঁপা পড়ে দুই মোটর সাইকেল অরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় গৌরনদী পৌরসভার শারমিন ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো-মোটর সাইকেল চালক বরিশালের মুলাদী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আবুল কাসেম ফরাজীর ছেলে শেখ ইয়াদউদ্দিন কামাল (৪০) ও অজ্ঞাত ৩৫ বছর বয়সী যুবক।
স্থানীয়রা জানিয়েছে, বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলো সাকুরা পরিবহনের একটি বাস। গৌরনদী উপজেলার শারমিন ক্লিনিকের সামনে খড়বাহী ভ্যান অতিক্রম করে মোটর বিপরীতমুখী বাসের সামনের চাকার নিচে যায়। এতে ঘটনাস্থলে দুই জনের মৃত্যু হয়েছে। পুলিশ বাস আটক করেছে।