গৌরনদীতে বাস চাপায় মোটর সাইকেল আরোহী দুইজন নিহত গৌরনদীতে বাস চাপায় মোটর সাইকেল আরোহী দুইজন নিহত - ajkerparibartan.com
গৌরনদীতে বাস চাপায় মোটর সাইকেল আরোহী দুইজন নিহত

3:53 pm , January 4, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ গৌরনদীতে সাকুরা পরিবহনের নিচে চাঁপা পড়ে দুই মোটর সাইকেল অরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় গৌরনদী পৌরসভার শারমিন ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো-মোটর সাইকেল চালক বরিশালের মুলাদী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা  মো. আবুল কাসেম ফরাজীর ছেলে শেখ ইয়াদউদ্দিন কামাল (৪০) ও অজ্ঞাত ৩৫ বছর বয়সী যুবক।
স্থানীয়রা জানিয়েছে, বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলো সাকুরা পরিবহনের একটি বাস। গৌরনদী উপজেলার শারমিন ক্লিনিকের সামনে খড়বাহী ভ্যান অতিক্রম করে মোটর বিপরীতমুখী বাসের সামনের চাকার নিচে যায়। এতে ঘটনাস্থলে দুই জনের মৃত্যু হয়েছে। পুলিশ বাস আটক করেছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT