3:52 pm , January 4, 2024

৭ জানুয়ারীর নির্বাচন
বিশেষ প্রতিবেদক ॥ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বরিশালে। আর কয়েক ঘন্টার মধ্যে ভোটের প্রচারণাও শেষ হয়ে যাচ্ছে। ভাট গ্রহণে পুলিশ ও আনসার বাহিনীর প্রায় ৩৮ হাজার সদস্য মাঠে থাকছে। এরমধ্যে বরিশাল মহানগরীতেই থাকছেন প্রায় ৩ হাজার ৭শ ফোর্স। এর বাইরে সেনাবাহিনী, বিজিবি ও র্যাব ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসবে কাজ করবে। বরিশাল বিভাগের ২১টি আসনের ৭৪ লাখ ২৩ হাজার ৫২২ জন ভোটার শনিবারের দ্বাদশ সংসদ নির্বাচনে এ অঞ্চলের ২ হাজার ৮১৮টি কেন্দ্রের ১৭ হাজার ২৯৬টি কক্ষে ভোট দেওয়ার কথা শনিবারের সংসদ নির্বাচনে ২১টি আসনে এবার প্রতিদ্বন্দ্বি ১২০ প্রার্থীর মধ্যে দলীয় ৯৫ ও স্বতন্ত্রী প্রার্থীর সংখ্যা ২৫ জন। এবার ক্ষমতাসীন আওয়ামী লীগ বরিশাল বিভাগের ২১টি আসনে প্রার্থী দিলেও শেষ পর্যন্ত সমমনাদের সাথে আসন ভাগাভাগিতে জাতীয় পার্টিকে ৪টি এবং ওয়ার্কার্স পার্টি ও জেপি’কে একটি করে আসন ছেড়ে দেওয়ায় তাদের নিজস্ব প্রার্থী রয়েছেন ১৪ জন। বরিশাল-৪ আসনে আওয়ামী লীগ প্রার্থী শাম্মী আহমেদ দ্বৈত নাগরিকত্বের কারণে প্রার্থীতা থেকে বাদ পড়েছেন। বর্তমান সংসদ সদস্য পংকজ নাথ এবার স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ছেন।
ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন বরিশাল-২ ও জেপি’র আনোয়ার হোসেন মঞ্জু পিরোজপুর-২ আসনে নৌকা প্রতীকে নির্বাচন করছেন। অপরদিকে গোলাম কিবরিয়া টিপু বরিশাল-৩, রুহুল আমিন হাওলাদার পটুয়াখালী-১ এবং মাশরেকুল আজম রবি পিরোজপুর-৩ আসনে আওয়ামী লীগের সমর্থনে লাঙ্গল নিয়ে নির্বাচনী মাঠে আছেন।
বরিশাল বিভাগের ৬টি জেলার ৪২টি উপজেলায় এবার যে ৭৪ লাখ ২৩ হাজার ৫২২ জন ভোটার ভোট দেওয়ার কথা, তারমধ্যে মহিলা ভোটার সংখ্যা ৩৬ লাখ ৪৯ হাজার ৩১৯। কিন্তু পুরুল ভোটারের সংখ্যা প্রায় ১ লাখ ২৫ হাজার বেশী, ৩৭ লাখ ৭৪ হাজার ১৪৬ জন।
নির্বাচন নিয়ে ইতোমধ্যে বরিশাল সহ দক্ষিণাঞ্চলে কয়েকটি স্থানে ছোট-বড় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এরমধ্যে পিরোজপুরে আওয়ামী লীগ প্রার্থীর একদল সমর্থকের হাতে সাবেক আওয়ামী লীগ নেতা ও স্বতন্ত্র প্রার্থীর এক কর্মী নিহত হয়েছেন।
আসন্ন নির্বাচনে প্রধান বিরোধী দল না থাকলেও দক্ষিণাঞ্চলে আওয়ামী লীগের ১৪ প্রার্থীকেই দলীয় স্বতন্ত্র প্রার্থীদের কঠিন প্রতিদ্বন্দ্বিতার সম্মুখিন হতে হচ্ছে। বরিশাল-২ আসনে রাশেদ খান মেনন, পিরোজপুর-২ আসনে আনোয়ার হোসেন মঞ্জু ছাড়াও যে ৬টি আসন আওয়ামী লীগ তার শরীকদের ছাড় দিয়েছে, সেসব আসনেওপ্রায় একই পরিস্থিতি। শুধু ব্যতিক্রম পটুয়াখালী-১ আসনে জাপার রুহুল আমীন হাওলাদারের ক্ষেত্রে। সেখানে তার কোন কঠিন প্রতিদ্বন্দ্বি নেই। তবে তার সহধর্মিণী নাসরিন জাহান বরিশাল-৬ আসনে তৃতীয়বারের মত ভোটের মাঠে থাকলেও এবার মহাজোটের সমর্থন না থাকায় চরম প্রতিকূল পরিস্থিতিতে পড়েছেন আওয়ামী লীগ প্রার্থীর কাছে।