3:51 pm , January 4, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রধানমন্ত্রীর মনোনীত প্রার্থীকে হারানোর ষড়যন্ত্র করেছিলেন। সেই ধারাবাহিকতায় সংসদ নির্বাচনেও দলীয় মনোনীত প্রার্থীকে হারানোর ষড়যন্ত্র শুরু করেছে। তার বিরুদ্ধে এমনই অভিযোগ এনে মহানগর আওয়ামী লীগের কমিটি ভেঙ্গে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে আহবান জানানো হয়েছে। এই আহ্বান জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাড. আফজালুল করিম। গতকাল বিকেলে বিএম স্কুলের মাঠে ছিলো ট্রাক প্রতিকের স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন রিপনের উঠান বৈঠক। কোন ঘোষনা না দিয়ে সেই বৈঠকে হাজির হয়েছেন সাদিক আবদুল্লাহ অনুসারী আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সহ ৩০ ওয়ার্ডের ও সদর উপজেলার নেতাকর্মীরা। বৈঠকে প্রধান অতিথি ছিলেন দলীয় এমপি মনোনয়ন চেয়ে না পাওয়া মাহবুবউদ্দিন আহমেদ বীর বিক্রম। এছাড়াও মঞ্চের পাশে দাড়িয়ে ছিলেন নগরীর ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গাজী নইমুল হোসেন, ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কেফায়েত হোসেন রনি, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এ্যাড. রফিকুল ইসলাম খোকন, আওয়ামী লীগ নেতা আরিফিন মোল্লা, মহানগর মহিলা আওয়ামী লীগ নেত্রী নিগার সুলতানা হনুফা, মহানগর শ্রমিক লীগের সভাপতি পরিমল চন্দ্র দাস, সাধারন সম্পাদক রইজ আহম্মেদ মান্না, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজীব খান, ছাত্রলীগ নেতা আতিকুল্লাহ মুনিম, সাজ্জাদ সেরনিয়াবাত, মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মাইনুল ইসলাম, কামরুজ্জামান প্রমুখ। উঠান বৈঠকের সঞ্চালনা করেন বরিশাল সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শাহনেওয়াজ শাহীন। স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারনা বিষয়ে মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. একেএম জাহাঙ্গীর বলেন, আমি লাইভে দেখেছি তারা স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন দিয়েছে। দলীয় প্রার্থীর বিপক্ষে সমর্থন দেয়ার কারন জানতে চাইলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।
মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সভাপতি এ্যাড. আফজালুল করিম বলেন, মহানগর আওয়ামী লীগের কমিটি ভেঙ্গে দেওয়ার জন্য ইতিপূর্বে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করা হয়েছিলো। কারন গত সিটি নির্বাচনে প্রধানমন্ত্রীর মনোনীত মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতকে হারিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছে। সংসদ নির্বাচনেও একই কাজ করছে।
এ্যাড. আফজালুল করিম বলেন, গত ২৯ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশালে জনসভায় নৌকার পক্ষে ভোট চেয়েছেন। সবাইকে নৌকায় ভোট দেওয়ার আহবান জানিয়েছেন। তার সিদ্বান্তের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নৌকার বিপক্ষে কাজ করছে। সংগঠন বিরোধী কাজের জন্য ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন এ্যাড. আফজালুল করিম।