নৌকা রেখে ট্রাকে উঠলেন সাদিক আব্দুল্লাহর অনুসারীরা! নৌকা রেখে ট্রাকে উঠলেন সাদিক আব্দুল্লাহর অনুসারীরা! - ajkerparibartan.com
নৌকা রেখে ট্রাকে উঠলেন সাদিক আব্দুল্লাহর অনুসারীরা!

3:49 pm , January 4, 2024

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ উপেক্ষা করে
হেলাল উদ্দিন ॥ বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ নির্বাচনে অযোগ্য ঘোষিত হয়ে নৌকা প্রতীকের প্রার্থী জাহিদ ফারুক কে সমর্থন না করে চড়েছেন ট্রাকে। শেষ পর্যন্ত তিনি ও তার অনুসারীরা সমর্থন দিয়েছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপন কে। সাদিক আবদুল্লাহর প্রতিনিধি হয়ে গতকাল বিএম স্কুল মাঠে অনুষ্ঠিত ট্রাক প্রতীকের এক জনসভায় সালাউদ্দিন রিপন কে সমর্থনের কথা জানান, মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রয়। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন উম্মুক্ত করে দিয়েছেন। তাই স্বতন্ত্র প্রার্থীর পক্ষে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগসহ নেতাকর্মীদের উপস্থিতিতে এ উদ্যান উদ্বেলিত। আগামী ৭ জানুয়ারী ট্রাক প্রতীকে সবাইকে ভোট দেওয়ার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে সহায়তা চেয়েছেন। যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৯ ডিসেম্বর বঙ্গবন্ধু উদ্যানের জনসভায় কর্ণেল জাহিদ ফারুককে তার প্রার্থী এবং নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানিয়েছিলেন।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ সালাউদ্দিন রিপন কে সমর্থন দিয়েছেন বলেই আমি এই মঞ্চে এসেছি। এখন থেকে মহানগর আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী ও সাদিক অনুসারী সবাই ট্রাক প্রতীকের পক্ষে কাজ করবে। কেউ রিপনকে বাধা দিলে তার দাত ভাঙা জবাব দেওয়ারও ঘোষণা দেন তিনি। সাদিক আবদুল্লাহর এমন কর্মকান্ডকে দল ও নৌকার সাথে বেঈমানী হিসাবে মন্তব্য করেছেন আওয়ামী লীগের অপর পক্ষ।
২৯ ডিসেম্বর বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে নির্বাচনী জনসভায় প্রধান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছিলেন জাহিদ ফারুক একজন সৎ ও যোগ্য লোক। আমি তাকে মনোনয়ন দিয়েছি। তাই দলের প্রতিটি নেতাকর্মীকে তার পক্ষে কাজ করার জন্য নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর নির্দেশনার পরেও দল ও দলের বাইরে সবার ধারণা ছিলো শেষ পর্যন্ত সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ নৌকা প্রতীকের প্রার্থী জাহিদ ফরুক কে সমর্থন দেবেন। কিন্তু দলীয় সভানেত্রীর নির্দেশনাও মানলেন না তিনি। সমর্থন দিলেন ট্রাক প্রতীকের সালাউদ্দিন রিপন কে।
জাহিদ ফারুক শামীমের অন্যতম অনুসারী বরিশার মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন বলেন, এটা আওয়ামী লীগ ও নৌকার সাথে বেঈমানী। ট্রাক প্রতীকের সাথে আওয়ামী লীগের যারা যোগ দেবেন প্রধানমন্ত্রীর নির্দেশনা অমান্য করছেন বলে প্রতীয়মান হবে। এবিষয়ে প্রধানমন্ত্রীই সিদ্ধান্ত নিবেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT