বিএনপির ২৪০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা বিএনপির ২৪০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা - ajkerparibartan.com
বিএনপির ২৪০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

4:15 pm , January 3, 2024

নিজস্ব প্রতিবেদক ॥  বরিশাল দক্ষিন জেলা বিএনপিসহ ছাত্র, যুব এবং অঙ্গ সংগঠনের ৪৮ জন নামধারী এবং অজ্ঞাত আরো ২৪০ জনকে আসামী করে মামলা করেছে পুলিশ। বুধবার কোতয়ালী মডেল থানায় ওই মামলা করেছেন এসআই আব্দুল মান্নান।
বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে লিফলেট নিয়ে বেলা ১১ টার দিকে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে নেতাকর্মীরা জড়ো হয়। পুলিশ সেখানে গিয়ে লাঠিপেটা করে বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাস্থল থেকে বরিশাল-৬ আসনের সাবেক সংসদ সদস্যসহ ৭ জনকে আটককরে। কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমানুল্লাহ আল বারী বলেন, আটক ৭ জনসহ নামধারী ৪৮ জন ও অজ্ঞাত আরো ২৪০ জনকে আসামী করে মামলা করা হয়েছে।
মামলায় আসামীদের বিরুদ্ধে বিনা অনুমতিতে সকল প্রকার সভা সমাবেশ নিষিদ্ধ থাকার পরেও সরকারী আদেশ অমান্য করে নির্বাচন বানচাল করতে বেআইনী জনতায় নৈরাজ্য সৃষ্টির জন্য সড়ক অবরোধ, যান চলাচলে বিঘœ সৃষ্টি, জানমালের ক্ষতি সাধন ও জনমনে আতংক সৃষ্টি এবং পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও ধাক্কা দিয়ে আহত করার অভিযোগ আনা হয়েছে।
কোতয়ালী মডেল থানার জিআরও এনামুল হক জানান, মামলার আসামী ৭ জনকে বরিশাল অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. হাবিবুর রহমান চৌধুরী জেলে পাঠিয়েছেন।##

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT