বানারীপাড়ায় পাল্টাপাল্টি মামলায় গ্রেফতার ৩ বানারীপাড়ায় পাল্টাপাল্টি মামলায় গ্রেফতার ৩ - ajkerparibartan.com
বানারীপাড়ায় পাল্টাপাল্টি মামলায় গ্রেফতার ৩

4:14 pm , January 3, 2024

জিয়াউল হক মিন্টুসহ ৫০ জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা

বানারীপাড়া প্রতিবেদক ॥ বানারীপাড়ায় ১৪ দলীয় জোটের প্রার্থী ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের নৌকার সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী শের ই বাংলার দৌহিত্র একে ফাইয়াজুল হক রাজুর ঈগল প্রতীকের সমর্থকদের হামলা ও পাল্টা হামলার ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার  রাতে নৌকার সমর্থক আমিনুল ইসলাম বাদী হয়ে ঈগল প্রতীকের নির্বাচন পরিচালনায়  বানারীপাড়া উপজেলা সমন্বয়কারী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সলিয়াবাকপুর ইউপির সাবেক চেয়ারম্যান জিয়াউল হক মিন্টুসহ ২৪ জনের নামোল্লেখ ও ৪৫/৫০ জনকে অজ্ঞাতনামা আসামী করে বানারীপাড়া থানায় মামলা দায়ের করেন। একই রাতে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রাথী একে ফাইয়াজুল হক রাজুর মেয়ে তাহরিন হক বাদী হয়ে বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও বিশারকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্তসহ ১৯জনের নামোল্লেখ ও ৪০/৫০জনকে অজ্ঞাতনামা আসামী করে থানায় মামলা দায়ের করেন। পুলিশ বুধবার দুপুরে বানারীপাড়া পৌর শহরের বন্দর বাজার থেকে ঈগল প্রতীকের সমর্থক সাইজউদ্দিন, মিরাজ ও মন্টু ওরফে সোহেলকে গ্রেফতার করেছে। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইনুল ইসলাম জানান,দুই পক্ষ থেকে দুটি মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। দুই মামলার বাকী আসামীদের গ্রেফতারের জন্য চেষ্টা চলছে।
উল্লেখ্য মঙ্গলবার দুপুরে ৭/৮ টি মোটরসাইকেলে ২০-২২ জন নেতাকর্মী উপজেলার বিশারকান্দি ইউনিয়নে গণসংযোগ শেষে বটতলা বাজারে পৌঁছলে হঠাৎ ৩০/৪০টি মোটরসাইকেলে শতাধিক ঈগলের সমর্থক নেতাকর্মী এসে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ১৪/১৫জন নৌকার সমর্থক নেতাকর্মী গুরুতর আহত হন। এদিকে বিশারকান্দিতে নৌকার সমর্থকদের ওপর হামলার খবর পেয়ে উপজেলার পশ্চিম বাইশারী এলাকায় তাদের আটকানোর চেষ্টার সময় নৌকার সমর্থকদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সেখানেও কয়েকজন নেতাকর্মী আহত হন। এসময় ১৪/১৫টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও ৪টি ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবুজর মো. ইজাজুল হকের নেতৃত্বে পুলিশ,র‌্যাব,বিজিবি ও আনসার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। মঙ্গলবার রাত ৮টার দিকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা রিটানির্ং অফিসার মো. শহিদুল ইসলাম এবং পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম ঘটনাস্থল পরির্দশন করেন। এদিকে দুটি ঘটনায় আহতদের বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরমধ্যে নৌকার সমর্থক সলিয়াবাকপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো. শামীমকে বুধবার দুপুরে ঢাকায় পঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে। এদিকে বিশারকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্তকে মামলার আসামী করার প্রতিবাদে ও মামলা প্রত্যাহারের দাবিতে বিশারকান্দি ইউনিয়নের উমারেরপাড় দাখিল মাদরাসার সামনে বুধবার বিকালে ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT