4:13 pm , January 3, 2024

নির্বাচন কমিশনারসহ চারজনকে আদালতের শোকজ
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল জেলা ফুটবল এসোসিয়েশনের (ডিএফএ) কার্যনির্বাহী পরিষদ গঠনের নির্বাচন স্থগিত করেছে আদালত। একই সাথে নির্বাচন কমিশনারসহ ৪ জনকে কারন দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। গতকাল বুধবার বরিশাল সদর সিনিয়র সহকারী জজ রুমাইয়া আক্তার সিফা এ আদেশ দিয়েছেন।
বরিশাল জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি মো. শামসুল হকের নালিশী অভিযোগের প্রেক্ষিতে বিচারক এ আদেশ দিয়েছেন বলে জানিয়েছেন বেঞ্চ সহকারী কাদের খান।
কারন দর্শানোর নোটিশ প্রাপ্তরা হলো-নির্বাচন কমিশনার মজিবুল হক, বরিশাল জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব, বরিশাল জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও সাধারন সম্পাদক।
নোটিশ প্রাপ্তির ১৫ কার্যদিবসের মধ্যে তাদের আদালতে উপস্থিত হয়ে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নালিশী অভিযোগে বাদী উল্লেখ করেন, বাদী হলেন বরিশাল জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি। তিনি সাবেক ফুটবলার হওয়ায় এসোশিয়েশনের গঠনতন্ত্র অনুযায়ী ২০২৪ সালের নির্বাচনে অংশ নেওয়ার জন্য আগ্রহী ছিলেন। কিন্তু বিবাদী মজিবুল হক অসৎ উদ্দেশ্যে গত ২০ ডিসেম্বর তরিঘররি করে ডিএফওর নির্বাচনের তফসিল ঘোষনা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী ২২ ডিসেম্বর চুড়ান্ত ভোটার তালিকা প্রস্তুতের বাহানা করে। ৪ ডিসেম্বর ভোট গ্রহনের দিন ধার্য করে।
নালিশীতে বাদী অভিযোগ করেন, চুড়ান্ত ভোটার তালিকায় বাদীর নাম অন্তর্ভুক্ত করেননি। বাংলাদেশের সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের সকল কর্তৃপক্ষ তাদের সহায়তা করবে। কিন্তু বিবাদী সংবিধান উপেক্ষা করে সংসদ নির্বাচনের পূর্বে এ নির্বাচনের আয়োজন করেছে। এর প্রেক্ষিতে বিচারক নির্বাচনে স্থিতি অবস্থা জারির আদেশ দিয়েছেন। এছাড়া বিবাদী নির্বাচন কমিশনারসহ তিনজনকে নোটিশ প্রাপ্তির ১৫ দিনের মধ্যে কারন দর্শানোর নির্দেশ দিয়েছেন আদালত।