মুলাদীতে আধিপত্যের দ্বন্দ্বে একজনকে কুপিয়ে হত্যা মুলাদীতে আধিপত্যের দ্বন্দ্বে একজনকে কুপিয়ে হত্যা - ajkerparibartan.com
মুলাদীতে আধিপত্যের দ্বন্দ্বে একজনকে কুপিয়ে হত্যা

4:12 pm , January 3, 2024

মুলাদী প্রতিবেদক ॥ মুলাদীতে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে মো. রুবেল শাহ (৩৬) নামে  এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। বুধবার  সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বাটামারা ইউনিয়নের টুমচর গ্রামের মোকসেদ আকনের বাড়ির সামনে এই হত্যাকা-ের ঘটনা ঘটে। । রুবেল শাহ টুমচর গ্রামের সেকান্দার শাহের ছেলে এবং বাটামারা ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য নার্গিস বেগমের স্বামী। বাটামারা ইউনিয়নের হাজী গ্রুপ ও আকন গ্রুপের মধ্যে শান্তিচুক্তির ৫ মাস ১১ দিন পর হত্যার ঘটনা ঘটল। টুমচর গ্রামের আকন গ্রুপের লোকজন শান্তিচুক্তির শর্ত ভেঙে মোকছেদ আকন, ফারুক হাওলাদার, লোকমান ওরফে লোকমান ডাকাতের নেতৃত্বে ২০-২৫ জন সন্ত্রাসী হামলা চালিয়ে রুবেল শাহকে কুপিয়ে হত্যা করেছে বলে দাবি করেছেন তার স্বজনেরা।
নিহতের স্ত্রী নার্গিস বেগম জানান, রুবেল শাহ নরসিংদী জেলায় বিরিয়ানীর ব্যবসা করতেন। সংসদ নির্বাচনে জাপা প্রার্থীর পক্ষে কাজ করতে ৩ দিন আগে বাড়িতে আসেন।  বুধবার সকালে রুবেল শাহ বাড়ি থেকে জাগরনী বাজারে যাওয়ার পথে মোকসেদ আকনের বাড়ির সামনে পৌঁছলে মোকসেদ আকন, লোকমান ওরফে লোকমান ডাকাত, ফারুক হাওলাদার, রকিব সরদার, আব্বাস বেপারী, মনির সরদার,  তোতা মোল্লা, আ. রাজ্জাক হাওলাদার, মনির হাওলাদার, দুলাল হাওলাদারসহ ২০-২৫ জন লোক রামদা, চাপাতি ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। হামলাকারীরা রুবেল শাহকে এলোপাথাড়ি কুপিয়ে ফেলে চলে যায়। সংবাদ পেয়ে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিমে নেওয়ার পথে কালকিনি খাসেরহাট এলাকায় তার মৃত্যু হয়।
বাটামারা ইউনিয়ন চেয়ারম্যান মো. সালাহ উদ্দীন অশ্রু জানান, রুবেল শাহ লাঙল প্রতীকের পক্ষে কাজ করছিলেন। তবে নির্বাচনি প্রচার-প্রচারণা নিয়ে কারও সঙ্গে দ্বন্দ্ব কিংবা বাগবিতন্ডা হয়নি। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাটামারা ইউনিয়নে হাজী ও আকন গ্রুপের মধ্যে প্রায় ২৩ বছর ধরে বিরোধ ছিলো। বরিশাল জেলা পুলিশ ও মুলাদী থানা পুলিশের মধ্যস্থতায় ২০২৩ সালের ২২শে জুলাই ওই দুই পক্ষের মধ্যে একটি শান্তিচুক্তি হয়। পূর্ব শত্রুতার জেরে শান্তিচুক্তির শর্ত ভেঙে একটি গ্রুপ রুবেল শাহকে কুপিয়ে হত্যা করে থাকতে পারে।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া জানান, পূর্বশত্রুতার জেরে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য মাদারীপুর জেলা হাসপাতালে মর্গে নেওয়া হয়েছে। হত্যায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT