বরিশালে আইনজীবীদের আদালত বর্জন ও প্রতিবাদ সমাবেশ বরিশালে আইনজীবীদের আদালত বর্জন ও প্রতিবাদ সমাবেশ - ajkerparibartan.com
বরিশালে আইনজীবীদের আদালত বর্জন ও প্রতিবাদ সমাবেশ

4:07 pm , January 3, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ সপ্তাহব্যাপী আদালত বর্জন কর্মসূচির অংশ হিসেবে বরিশাল আদালত কম্পাউন্ডে প্রতিবাদ  সমাবেশ করেছে বিএনপিপন্থি আইনজীবীরা। বরিশাল আইনজীবী ফোরামের সভাপতি মহসিন  মন্টুর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলী হায়দার বাবুল, বরিশাল আইনজীবী ফোরামের সাধারণ  সম্পাদক আবুল কালাম আজাদ, সহ-সভাপতি কাজী এনায়েত হোসেন বাচ্চু, শহীদ হোসেন,  সাদিকুর রহমান লিংকন, নাজিম উদ্দিন আহমেদ পান্না, কাজী বশির উদ্দিন,  মোঃ আজাদ হোসাইন, হুমায়ন কবির মাসউদ, আবুল কালাম আজাদ ইমন, সরোয়ার হোসেন,  শাহানুর খানম, আনিসুর রহমান, কাজী মোখলেছুর রহমান, মোস্তাফিজুর রহমান বাবু, শাহ আলম,  জাকির হোসেন, চৌধুরী সাঈদ খোকন প্রমুখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT