নৌকা-ট্রাকের নির্বাচনী কার্যক্রমে অংশ নেওয়ায় বিএনপির ৪ নেতা বহিষ্কার  নৌকা-ট্রাকের নির্বাচনী কার্যক্রমে অংশ নেওয়ায় বিএনপির ৪ নেতা বহিষ্কার  - ajkerparibartan.com
নৌকা-ট্রাকের নির্বাচনী কার্যক্রমে অংশ নেওয়ায় বিএনপির ৪ নেতা বহিষ্কার 

4:20 pm , January 2, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল-৫ (মহানগর-সদর) আসনে নৌকার প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী কার্যক্রম করায় বিএনপির চার নেতাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী এনায়েত হোসেন বাচ্চু। বহিষ্কৃতরা হলেন : চন্দ্রমোহন ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হক হাওলাদার, একই ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল করীম তুহিন, সদর উপজেলা কমিটির সদস্য চরবাড়িয়া ইউনিয়নের পারুল বেগম এবং চরবাড়িয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল খান। জানা যায়, সিরাজুল দুই বছর আগে বিএনপির সমর্থনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর তাকে ইউনিয়ন বিএনপির উপদেষ্টা করা হয়। অন্য তিনজন স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপনের ট্রাক মার্কার পক্ষে নির্বাচনী প্রচার করছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT