বরিশাল-৩ আসনের টিপুসহ তিন কর্মীকে শোকজ বরিশাল-৩ আসনের টিপুসহ তিন কর্মীকে শোকজ - ajkerparibartan.com
বরিশাল-৩ আসনের টিপুসহ তিন কর্মীকে শোকজ

4:19 pm , January 2, 2024

স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের কর্মীর উপর হামলার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল-৩ আসনের জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. গোলাম কিবরিয়া টিপু ও তার তিন কর্মীকে কারন দর্শানোর (শো-কজ) নোটিশ দিয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি। মঙ্গলবার এ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান বরিশালের ল্যান্ড সার্ভে ট্রাইব্যুন্যালের বিচারক চন্দন কান্তি নাথ এ নোটিশ দেন। নোটিশপ্রাপ্ত অপরজন দুই জন হলেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের সমর্থক ও বাবুগঞ্জের চাঁদপাশা ইউনিয়নের আরজি কালিকাপুর ময়দানের হাট এলাকার বাসিন্দা মো. সালাম ফকিরের ছেলে মো. স্বপন এবং একই উপজেলার রহমতপুর ইউনিয়নের দোয়ারিকা ফেরিঘাট এলাকার বাসিন্দা মৃত আব্দুল করিম আকনের ছেলে নাসির আকন ও হাবিবুর রহমানের ছেলে রিপন হাওলাদার।
আগামী ৩ জানুয়ারী ১০ টায় স্ব-শরীরে হাজির হয়ে কারন দর্শানোর নির্দেশ দেয়া হয়েছে নোটিশে।
বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা রহমান জানিয়েছেন, শোকজের নোটিশ সরাসরি দুইজনের কাছে পাঠানো হয়েছে। যার অনুলিপি তাকে দেওয়া হয়েছে।
নোটিশ সুত্রে জানা গেছে, গত ১ জানুয়ারি  দুপুর ১২ টার দিকে বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ময়দানের হাট গ্রামের আরজি কালিকাপুর গ্রামে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমানের পক্ষে মো. হানিফ হাওলাদার ও মো. মনির ফকির প্রচারণা করে। ওই সময় লাঙ্গল প্রতীকের লোকজন তাদের উপর হামলা করে। এতে ট্রাক প্রতীকের কর্মীরা আহত হয়।
এ ঘটনায় ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আতিকুর রহমান লিখিত অভিযোগ দেন। অভিযোগের প্রেক্ষিতে মো. গোলাম কিবরিয়া ও মো. স্বপনের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা গ্রহণসহ বাংলাদেশ নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো হবে না সে মর্মে আগামী ৩ জানুয়ারী সকাল ১০ টায় স্ব শরীরের হাজির হয়ে নির্বাচন অনুসন্ধান কমিটির কার্যালয়ে ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
নির্বাচন অনুসন্ধান কমিটির ব্যাখ্যা চেয়ে মো. গোলাম কিবরিয়া (টিপু) নোটিশ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা রহমান। তিনি জানান, এটি সরাসরি প্রাপকের কাছে পাঠানো হয়েছে, আমরা যার অনুলিপি পাব।
এদিকে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের বাবুগঞ্জে স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমানের নির্বাচনি কার্যালয় ভাঙচুর করার অভিযোগ উঠেছে জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী গোলাম কিবরিয়া টিপুর সমর্থকদের বিরুদ্ধে। সোমবার সন্ধ্যায় বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের দোয়ারিকা গ্রামে এ নির্বাচনী অফিস ভাংচুরের ঘটনা ঘটে, পাশাপাশি ওইসময় কর্মী ও সমর্থকদের হুমকিও দেয়া হয়। এ বিষয়েও লিখিত অভিযোগ দেয়ার কথা জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান। তবে হামলার অভিযোগের বিষয়টি আদৌ জানানেই বলে জানিয়েছেন জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী মো. গোলাম কিবরিয়া।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT