বরিশালে উদ্বোধন হল YADEA এর এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন বরিশালে উদ্বোধন হল YADEA এর এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন - ajkerparibartan.com
বরিশালে উদ্বোধন হল YADEA এর এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন

3:32 pm , December 28, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল শহরের প্রাণকেন্দ্র সি এন্ড বি রোডে উদ্বোধন হল ইয়াদিয়া এক্সক্লুসিভ শোরুম। এই উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন Runner Automobiles PLC এর সিইও ও ব্যবস্থাপনা পরিচালক জনাব সুবীর কুমার চৌধুরী, ডিজিএম ক্যাটাগরি ম্যানেজমেন্ট জোহেব আহমেদ, সেলস হেড টি এম আসিবুল ইমরান, ম্যানেজার বিটিএল মাহমুদুল হাসান, সার্ভিস হেড আরিফ, নেটওয়ার্ক হেড মিথুন ভট্টাচার্জ এবং ইয়াং ট্রেডিং এর স্বত্বাধিকারী জনাব রাকিবুল হাসান সহ প্রমুখ। জঁহহবৎ অঁঃড়সড়নরষবং চখঈ বাংলাদেশে ইয়াদিয়া ইলেকট্রিক স্কুটারের একমাত্র পরিবেশক। আয়োজনটির তত্ত্বাবধানে ছিলেন ইয়াং ট্রেডিং। ইয়াদিয়ার পক্ষ থেকে ডিজিএম ক্যাটাগরি ম্যানেজমেন্ট জোহেব আহমেদ বলেন, ক্রেতাদের এমন সাড়া দেখে আসলে আমরা অভিভূত। দূষণমুক্ত সবুজ পৃথিবী গড়ার জন্য ইয়াদিয়া ইলেকট্রিক বাইক অনবদ্য ভূমিকা পালন করছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT