2:56 pm , December 24, 2023

ঝালকাঠি প্রতিবেদক ॥ বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা ও নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে দেশব্যাপী অবরোধের সমর্থনে ২৪ ডিসেম্বর রবিবার ঝালকাঠিতে বিএনপি এবং যুবদল বিক্ষোভ মিছিল করেছে। সকাল ৭টায় জেলা যুবদলের সদস্য সচিব এ্যাড. আনিসুর রহমান খান এর নেতৃত্বে ঝালকাঠী- বরিশাল আঞ্চলিক মহাসড়কে ষাটপাকিয়া এলাকায় বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে জেলা যুবদল নেতৃবৃন্দ। অপরদিকে নলছিটি উপজেলা বিএনপি অবরোধের সমর্থনে সকাল ৮ টায় রায়াপুর এলাকায় বিক্ষোভ মিছিল করেছে। সকাল ১১ টায় বরিশাল -পটুয়াখালী মহাসড়কে দপদপিয়ায় নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ কারী নেতাকর্মীরা একতরফা তপশিল বাতিল, তত্ত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন, গ্রেফতার হওয়া জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম জামাল, সহ-সাংগঠনিক সম্পাদক মীর নাছিরের মুক্তি এবং সরকারের পদত্যাগ ও চেয়ে বিভিন্ন স্লোগান দেয়। ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) এ্যাড. মিজানুর রহমান মুবিন কর্মসুচীর এসকল তথ্য নিশ্চিত করেন। তিনি জানান ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক কমিটির নেতৃত্বে ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচনের দাবী আদায় না হওয়া পর্যন্ত ঝালকাঠি জেলা বিএনপি এবং সকল অঙ্গ সংগঠন রাজপথে থাকবে ।