3:19 pm , December 23, 2023

মুলাদী প্রতিবেদক ॥ মুলাদীতে রাতের আধারে স্কুল শিক্ষকের বাড়িতে হামলা ও বসতঘর ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার সফিপুর ইউনিয়নের ছোট লক্ষ্মীপুর গ্রামের মহিউদ্দীন হাওলাদারের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। মহিউদ্দীন হাওলাদার উত্তর পাতারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। জমি বিরোধের জেরধরে একই গ্রামের মহসিন ঢালী ও তার লোকজন এই হামলা করেছে বলে অভিযোগ করেছেন ওই শিক্ষক। এ ঘটনায় মহিউদ্দীন হাওলাদার বাদী হয়ে গতকাল শনিবার দুপুরে মহসিন ঢালীসহ ৮জনের বিরুদ্ধে মুলাদী থানায় অভিযোগ করেছেন।
মহিউদ্দীন হাওলাদার জানান, শুক্রবার রাত ১০টার দিকে তিনি সফিপুর মাদ্রাসার বাজার থেকে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছলে মহসিন ঢালী, জাবের ঢালী, জাকির ঢালীসহ ১০-১২জন হামলা চালায়। প্রাণ বাঁচাতে তিনি দৌঁড়ে ঘরের মধ্যে আশ্রয় নিলে হামলাকারীরা বসতঘর ভাঙচুর করে এবং হত্যার হুমকি দিয়ে চলে যায়। রাতেই মুলাদী থানা ও সফিপুর পুলিশ ফাঁড়িতে বিষয়টি জানালে ফাঁড়ির ইনচার্জ মো. এনায়েত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
মুলাদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল ইসলাম বলেন, রাতে হামলার ঘটনায় মহিউদ্দীন হাওলাদার অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।