3:54 pm , December 21, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ এক দফা দাবীতে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া বিএনপি ভোট বর্জনসহ বিভিন্ন দাবীর লিফলেট বিতরন করেছে। বৃহস্পতির বলা সাড়ে ১২টায় আদালতপাড়া থেকে শুরু করে নগরীর বিভিন্নস্থনে লিফলেট বিতরন করা হয়। মহানগর বিএনপির উদ্যোগে লিফলেট বিতরনকালে উপস্থিত ছিলেন, এ্যাড. আবুল কালাম আজাদ ইমন, এ্যাড. সরোয়ার হোসেন, এ্যাড আবুল কালাম আজাদ, এ্যাড. সুফিয়া বেগম প্রমুখ। বরিশাল দক্ষিণ জেলা বিএনপি নগরীর বিভিন্নস্থানে বিতরন করে। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন খান, জেলা সদস্য সচিব এ্যাড. আবুল কালাম শাহিন, বরিশাল কোতয়ালী বিএনপি আহবায়ক এ্যাড. এনায়েত হোসেন বাচ্চু, জিয়াউল ইসলাম সাবু, বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দল সিনিয়র যুগ্ম আহবায়ক নিজামুর রহমান নিজাম, বাকেরগঞ্জ উপজেলা বিএনপি সদস্য সচিব নাসির হাওলাদার, বরিশাল জেলা যুবদল ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান, সাংগঠনিক সম্পাদক এ্যাড. হাফিজ আহমেদ বাবলু প্রমুখ। এছাড়াও নগরীর ১৭ ও ২৫ নং ওয়ার্ডেও লিফলেট বিতরন করা হয়।