বরিশালের ৬টি আসনের ৩৬ প্রার্থীকে প্রতীক বরাদ্দ বরিশালের ৬টি আসনের ৩৬ প্রার্থীকে প্রতীক বরাদ্দ - ajkerparibartan.com
বরিশালের ৬টি আসনের ৩৬ প্রার্থীকে প্রতীক বরাদ্দ

3:46 pm , December 18, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল-২  আসনে নৌকা প্রতীক নিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তবে নিজ বাড়ীর আসন বরিশাল-৩ এ একই দলের প্রার্থী বরাদ্দ পেয়েছে হাতুরি। সোমবার রিটানিং কর্মকর্তা বরিশাল জেলা প্রশাসক শহীদুল ইসলামের কাছ থেকে প্রতীক বরাদ্দ নিয়েছেন ওই দুইজনসহ ৩৬ প্রার্থী। বরিশালের ৬ টি আসনে দলীয় ২৮ ও ৮ স্বতন্ত্র প্রার্থীর মাঝে এ প্রতীক বরাদ্দ দেয়া হয়। এরমধ্যে বরিশালের ৬ টি আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে সর্বোচ্চ ৬ জন, এরপর আওয়ামীলীগের নৌকা প্রতীকে ৪ জন, ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি)’র আম প্রতীকে ৪ জন, তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীকে ৩ জন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের ছড়ি প্রতীকে ৩ জন, বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকে ২ জন, কৃষক শ্রমিক জনতা লীগের গামছা প্রতীকে ১ জন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির হাতুড়ি প্রতীকে ১ জন, জাসদের মশাল প্রতীকে ১ জন এবং স্বতন্ত্র প্রার্থীর মধ্যে ঈগল প্রতীকে সর্বোচ্চ ৫ জন, ট্রাক প্রতীকে ৩ জন, ঢেকি প্রতীকে ১ জন, তরমুজ প্রতীকে ১ জন, রকেট প্রতীকে ১ জন প্রার্থী রয়েছেন।
বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী আবুল হাসানাত আব্দুল্লাহ নৌকা, জাতীয় পার্টির ছেরনিয়াবাত সেকান্দার আলী লাঙল ও ন্যাশনাল পিপলস্ পার্টির (এনপিপি) মো. তুহিন আম প্রতীক পেয়েছেন।
বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে মহাজোটের প্রার্থী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন নৌকা, কৃষক শ্রমিক জনতা লীগের নকুল কুমার বিশ্বাস গামছা, জাতীয় পার্টির ইকবাল হোসেন লাঙল, তৃণমুল বিএনপি’র আলহাজ্ব মো. শাহজাহান সিরাজ সোনালী আঁশ, ন্যাশনাল পিপলস্ পার্টির (এনপিপি) সাহেব আলী আম, স্বতন্ত্র প্রার্থী একে ফাইয়াজুল হক ঈগল, মো. মনিরুল ইসলাম ঢেকি প্রতীক পেয়েছেন।
বরিশাল-৩(বাবুগঞ্জ-মুলাদী) আসনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির এ্যাড. টিপু সুলতান হাতুড়ি, জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু লাঙল, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. আজমুল হাসান জিহাদ ছড়ি, তৃণমুল বিএনপির শাহানাজ হোসেন সোনালী আঁশ, স্বতন্ত্র প্রার্থী মো. আমিনুল হক ঈগল ও মো. আতিকুর রহমান ট্রাক প্রতীক পেয়েছেন।
বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) আসনে জাতীয় পার্টির মিজানুর রহমান লাঙল, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের হৃদয় ইসলাম চুন্নু সোনালী আঁশ এবং স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ নাথ ঈগল প্রতীক পেয়েছেন।
বরিশাল-৫ (বরিশাল সদর) আসনে আওয়ামী লীগের প্রার্থী জাহিদ ফারুক নৌকা, জাতীয় পার্টির ইকবাল হোসেন লাঙল, ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি)’র আব্দুল হান্নান সিকদার আম, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. আসাদুজ্জামান ছড়ি, বাংলাদেশ কংগ্রেসের মাহাতাব হোসেন ডাব, স্বতন্ত্র প্রার্থী মো. সালাহউদ্দিন রিপন ট্রাক ও সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ঈগল প্রতীক পেয়েছেন।
বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে আওয়ামী লীগের প্রার্থী আবদুল হাফিজ মল্লিক নৌকা, জাতীয় পার্টির নাসরিন জাহান রত্মা লাঙল, তৃণমুল বিএনপির টিএম জহিরুল হক সোনালী আঁশ, ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি)’র মো. মোশারফ হোসেন আম, জাসদের মোহম্মদ মোহসীন মশাল, বাংলাদেশ কংগ্রেসের মো. মাইনুল ইসলাম ডাব, স্বতন্ত্র প্রার্থী মো. শাহবাজ মিঞা ঈগল, মো. কামরুল ইসলাম খান তরমুজ, মো. জাকির খান সাগর রকেট ও মোহাম্মদ শামসুল আলম ট্রাক প্রতীক পেয়েছেন।
বরিশাল-৬ আসনে ৪ জন স্বতন্ত্র প্রার্থীর মধ্যে তিনজনই ঈগল প্রতীক চায়। লটারির মাধ্যমে মো. শাহবাজ মিঞা ঈগল প্রতীক পেয়েছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT