3:45 pm , December 18, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান প্রতীক পেয়েছেন ট্রাক। সোমবার রিটানিং কর্মকর্তার দপ্তর থেকে প্রতীক বরাদ্দ পেয়েছেন। তার পক্ষে নেতৃবৃন্দ প্রতীক গ্রহন করেছেন। বাবুগঞ্জ ও মুলাদী উপজেলা নিয়ে গঠিত বরিশাল-৩ আসনে জনপ্রিয় এ সমাজসেবক আতিকুর রহমান আতিক। একাদশ সংসদ নির্বাচনেও স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করেছিলেন। আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনায় আশ্বস্থ হয়ে প্রতিদ্বন্দ্বিতায় থাকা আতিকুর রহমান এবারেও সাড়া ফেলছেন। আওয়ামী লীগের কোন প্রার্থী না থাকায় তার অবস্থান সুবিধাজনক বলে সাধারন ভোটাররা জানিয়েছেন।