শহীদ বুদ্ধিজীবী দিবসে মেয়র ও প্রতিমন্ত্রী সহ বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন শহীদ বুদ্ধিজীবী দিবসে মেয়র ও প্রতিমন্ত্রী সহ বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন - ajkerparibartan.com
শহীদ বুদ্ধিজীবী দিবসে মেয়র ও প্রতিমন্ত্রী সহ বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন

3:30 pm , December 14, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বিভাগীয় শহর বরিশালে যথাযোগ্য মর্যদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি নামফলক স্তম্ভে ও ত্রিশ গোডাউন বধ্যভূমিতে প্রতিমন্ত্রী, সিটি মেয়র,বিভাগীয় ও জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেছে। বৃহস্পতিবার সকাল ৯টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শহীদ মুক্তিযোদ্ধা নাম ফলকস্তম্ভে ফুলের শ্রদ্ধা জানান পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম ও বরিশাল সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত সহ জেলা ও মহানগর আওয়ামী লীগের একাশেংর নেতৃবৃন্দ। এর পরপরই বরিশাল সিটি মেয়র আবুল খায়ের খোকন সেরনিয়াবাত সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও ওয়ার্ড কাউন্সিলদের সাথে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া নগরীর ত্রিশগোডাউন  বধ্যভূমি স্মৃতি-৭১ স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক সিটি মেয়র সাদিক আব্দুল্লাহর অনুসারী আওয়ামী লীগের অপর একটি অংশ। এখানে আরো শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল বিভাগীয় কমিশনার, ডিআইজি,পুলিশ কমিশনার,পুলিশ সুপার,জেলা প্রশাসন সহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তারা। অন্যদিকে সকাল ১০টায় মুক্তিযোদ্ধা স্মৃতি নাম ফলকস্তম্ভে শ্রদ্ধা জানায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এর নেতৃবৃন্দ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT