3:28 pm , December 14, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল ক্যাডেট কলেজের বার্ষিক ক্রীড়ায় শহীদ সোহরাওয়ার্দী হাউস চ্যাম্পিয়ন হয়েছে। বৃহস্পতিবার সমাপনী দিনে তাদের চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন ঢাকা সেনানিবাসের চীফ কনসালটেন্ট জেনারেল (সিসিজি) মেজর জেনারেল এ কে এম রেজাউল মজিদ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে ক্যাডেটদের একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলার উপযোগী করে এবং মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে ধারণ করে নিজেদের গড়ে তোলার আহবান জানান।
তিনি আরও বলেন ক্যাডেটদের উচিত অধ্যবসায় ও পরিশ্রমের মাধ্যমে নিজেদের যোগ্যরূপে গড়ে তোলা এবং দেশমাতৃকার সেবায় নিজেদের উৎসর্গ করা। ক্যাডেট কলেজের শৃঙ্খলাপূর্ণ জীবন নিঃসন্দেহে তাদের জীবনের অভীষ্ট লক্ষ্য অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন বরিশাল ক্যাডেট কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্ণেল রাইহান আহমেদ। তিনি বলেন বরিশাল ক্যাডেট কলেজ দক্ষিণবঙ্গের তথা এ দেশের শিক্ষাক্ষেত্রে এক গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে আসছে। সম্প্রতি প্রকাশিত ২০২৩ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে এ কলেজের ক্যাডেটরা তার উজ্জ¦ল স্বাক্ষর রেখেছে। এসএসসি ২০২৩ সালের পরীক্ষায় অংশগ্রহণকারী ৫২ জন ক্যাডেটের সকলেই জিপিএ ৫ অর্জন করেছে। এইচএসসিতে ৫৩ জন ক্যাডেটের সকলেই জিপিএ ৫ অর্জন করতে সক্ষম হয়। এছাড়া এইচএসসি পরীক্ষার্থী ৪০তম ব্যাচের ক্যাডেটদের মধ্য থেকে ১৮ জন প্রথমবারে আইএসএসবিতে সফলভাবে উত্তীর্ণ হয়েছে। তিনি আগামীতেও সাফল্যের এই ধারাবাহিকতা বজায় রাখার ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
তিনটি হাউসে বিভক্ত (শহীদ সোহ্রাওয়ার্দী, শের-ই-বাংলা এবং শরিয়তউল্লাহ) প্রতিযোগী ক্যাডেটবৃন্দ ২১টি ট্রাক ইভেন্ট ও ১৪টি ফিল্ড ইভেন্টে তিনদিন ব্যাপি এই বর্ণাঢ্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।