4:16 pm , December 10, 2023

ঝালকাঠি প্রতিবেদক ॥ ঝালকাঠিতে স্প্রে করে সারা টেলিকম নামে একটি মোবাইল দোকানের মালিককে অচেতন করে ৪৮টি বাটন মোবাইল, ৫টি এনড্রোইট মোবাইল নগদ ১৮ হাজার টাকা নিয়ে পালিয়েছে একটি চক্র।
রোবার সকাল ১০ টায় শহরের আমতলা রোড এলাকায় রাতুল প্লাজায় একটি মোবাইল দোকানে এমন ঘটনা ঘটে। সকালে দোকান খোলার পর দুজন পাঞ্জাবী পরিহিত লোক আসে এবং সকালে দোয়া দুরুদ পরে দোকান খুলতে হয় বলে দোকান মালিক সজিবের দিকে ফুঁ দেয়। এরপর তার হাতে কি একটা দিয়ে ‘আমিন’ বলার পর সে অচেতন হয়ে পড়েন। এ সুযোগে দোকান থেকে ৪৮টি বাটন, ৫টি স্মার্ট ফোন ও ১৮ হাজার টাকা নিয়ে উধাও হয়ে যায় চক্রটি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।