4:14 pm , December 10, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ সবার জন্য স্বাধীনতা, সমতা ও ন্যায়বিচার এই স্লোগান নিয়ে জেলা প্রশাসনের আয়োজনে মানবাধিকার দিবস ২০২৩ উদযাপন করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১১ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য এক র্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে শেষ হয়। আয়োজনের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন পুলিশ সুপার বরিশাল ওয়াহিদুল ইসলাম বিপিএম, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামী লীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল মোঃ সোহেল মারুফ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল মনদীপ ঘরাইসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান প্রতিনিধি, এনজিও প্রতিনিধিরা।