3:06 pm , December 8, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ ফুরফুরা দরবারের পীর সাহেবের শুভাগমনে ১২ ডিসেম্বর ওয়াজ ও দু’আর মাহফিল অনুষ্ঠিত হবে। বরিশাল নগরীর শহীদ আলমগীর ছাত্রাবাস সংলগ্ন বায়তুল মামুর জামে মসজিদ প্রাঙ্গনে বাদ আছর এ মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবে ফুরফুরার পীর জুমাদ্দেদে জামান আবু বকর সিদ্দিকী (রহঃ) এর উত্তরসুরী শাইখ আবু বকর আব্দুল হাই মিশকাত সিদ্দিকী। ওয়াজেনে কেরাম : দার্শনিক বক্তা বিশ্ববরন্য মুফাচ্ছেরে কোরআন আল্লামা শাহ্ মো. আতাউল্লাহ বোখারী, জন্ম অন্ধ হাফেজ মাওলানা মো. বাকি বিল্লাহ, বায়তুল মামুর জামে মসজিদের খতিব মুফতি শরীফুল ইসলাম ও মাওলানা মুফতি মো. ইমরান মাহমুদ। সভাপতিত্ব করবেন সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ মো. মোস্তফা কামাল।