বাবুগঞ্জে পুলিশের সহায়তায় ধান কেটে নেওয়ার অভিযোগ বাবুগঞ্জে পুলিশের সহায়তায় ধান কেটে নেওয়ার অভিযোগ - ajkerparibartan.com
বাবুগঞ্জে পুলিশের সহায়তায় ধান কেটে নেওয়ার অভিযোগ

3:01 pm , December 8, 2023

বাবুগঞ্জ প্রতিবেদক ॥  বাবুগঞ্জে পুলিশের সহায়তায় ধান কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রতিপক্ষকে বাঁধা দিলে পুলিশের সামনেই উল্টো প্রাণনাশের হুমকি প্রদান করেন প্রতিপক্ষরা। এ ঘটনাটি ঘটেছে বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের দক্ষিন ভূতেরদিয়া গ্রামে। তবে পুলিশ বলছে তারা আদালতের নির্দেশ পালন করছেন মাত্র। অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার কেদারপুর ইউনিয়নের দক্ষিন ভূতেরদিয়া গ্রামের মৃত শাহ আলম চৌকিদার এর পুত্র গোলাম কিবরিয়া পক্ষ তাদের মোট ১ একর ২০ শতাংশ সম্পত্তির ৬০ শতাংশ সম্পত্তি রজ্জব আলী পক্ষ ওয়ারিশ সূত্রে মালিক। বাকি ৬০ শতাংশ সম্পত্তি জবেদ আলী পক্ষের কাছ থেকে ক্রয় মূলে মালিক। এর সূত্র ধরে প্রায় ৫০ বছর ভোগদখল ও চাষাবাদ করে আসছে গোলাম কিবরিয়া পক্ষের লোকজন। কিন্তু গত কয়েক বছর ধরে গোলাম কিবরিয়া পক্ষের সেই সম্পত্তির দাবী করে একই বাড়ির মৃত আদম আলী বেপারীর ছেলে মোঃ আনিসুর রহমান বেপারী। এক পর্যায়ে আনিসুর রহমান বেপারী আদালতের দ্বারস্থ হয়ে জমির মালিকানা দাবী করেন। যা নিয়ে র্দীঘদিন বিরোধ চলে আসছে। এদিকে গতকাল বিরোধপূর্ণ ওই জমির ধান নিজেদের দাবী করে বাবুগঞ্জ থানা পুলিশের সহায়তায় আনিসুর রহমান তার দলবল নিয়ে কর্তন করে নিজেদের জিম্মায় নিয়ে নেয়। এসময় শাহ আলম চৌকিদার এর পুত্র গোলাম কিবরিয়া ধান কর্তনে বাঁধা দিলে প্রতিপক্ষরা আদালতের অনুমতির কাগজ প্রদর্শন করেন। এসময় ঘটনাস্থলে সঙ্গীয় ফোর্স নিয়ে বাবুগঞ্জ থানার এএসআই দুলালেন্দু অবস্থান করেন। এদিকে অভিযুক্ত আনিসুর রহমানের দাবী  তার নামে রেকর্ডীয় সম্পত্তিতে তিনি ধান কর্তন করেছেন। প্রতিপক্ষরা ভুয়া দলিল দেখিয়ে জমি আত্মসাতের চেষ্টা করেন। এবং আমার উপর হামলার পায়তারা করে। পরে আমি আদালতের শরণাপন্ন হলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত আমার পক্ষে রায় দেয়। এবং আমি বাবুগঞ্জ থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ আমাকে ধান কর্তনে সহায়তা করেন। এ বিষয়ে এএসআই দুলালেন্দু বলেন, কোর্টের নির্দেশ নিয়ে এসেছি। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত ফোর্স নিয়ে ঘটনাস্থলে ছিলাম। এ বিষয়ে বাবুগঞ্জ থানার ভারপ্রপ্ত কর্মকর্তা তুষার কুমার মন্ডল বলেন, কোর্টের নির্দেশের কপি নিয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি। পুলিশ শান্তি শৃঙ্খলা রক্ষার্থে সেখানে অবস্থান করছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT