রাশেদ খান মেনন ও তাপসকে কে ঘিরে অস্বস্তিতে বরিশাল ২ ও ৩ আসনের আওয়ামী লীগ রাশেদ খান মেনন ও তাপসকে কে ঘিরে অস্বস্তিতে বরিশাল ২ ও ৩ আসনের আওয়ামী লীগ - ajkerparibartan.com
রাশেদ খান মেনন ও তাপসকে কে ঘিরে অস্বস্তিতে বরিশাল ২ ও ৩ আসনের আওয়ামী লীগ

3:29 pm , December 3, 2023

বিশেষ প্রতিবেদক ॥ মহাজোটের শরীক জাতীয় পার্টি ও ওয়ার্কার্স পার্টির দুই নেতাকে ঘিরে অস্বস্তিতে ভুগছেন বরিশাল-২ (বানারিপাড়া-উজিরপুর) এবং বরিশাল-৩ (বাবুগঞ্জ মুলাদী) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীরা।
বরিশাল-৫ (সদর) ও বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসন থেকে মনোনয়ন পত্র জমা দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা প্রকৌশলী ইকবাল হোসেন তাপস। যদিও তার জন্মস্থান বাবুগঞ্জে এবং তিনি গত ১২ জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ছিলেন। অন্যদিকে দুটি আসন থেকেই মনোনয়ন পত্র জমা দিয়েছেন রাশেদ খান মেনন। তারও পৈতৃক বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলায়। ১৯৭৯ ও ১৯৯১ সালে তিনি নিজ এলাকা থেকে দুবার সংসদ সদস্য হয়েছিলেন। এরপর নিজ এলাকা থেকে তিনি আর নির্বাচনে অংশ নেননি। এবার আকস্মিক তিনি বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) ও বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে মনোনয়নপত্র জমা দেওয়ায় মহাজোটের রাজনীতির হিসাব-নিকাশ একটু জটিল হলো।
রাশেদ খান মেনন এই আসনে মনোনয়নপত্র নেওয়ার খবরে আওয়ামী লীগের নেতা-কর্মীদের উচ্ছ্বাস কমেছে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক নেতা বলছেন, ২২ বছর পর আওয়ামী লীগের কোন নেতা নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে যাওয়ায় তাঁরা খুব আনন্দিত হয়েছিলেন। এখন সেই আনন্দে ভাটা পড়েছে।
রাশেদ খান মেননকে ঘিরে বরিশাল-২ আসনে অস্বস্তিতে পড়েছে মহাজোট। সেখানে আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তালুকদার মোঃ ইউনুসকে। মহাজোটের শরীক জাপার চেয়ারম্যানের উপদেষ্টা ইকবাল হোসেন (তাপস) মনোনয়নপত্র জমা দিয়েছেন। আছেন ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থীও। এমন পরিস্থিতিতে শেষ সময়ে সেখানে রাশেদ খান মেননের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।
অন্যদিকে একই সংকট বরিশাল-৩ আসনেও। এখানে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া নৌকার মাঝি সরদার মো. খালেদ হোসেন। দীর্ঘদিন পর আওয়ামী লীগের প্রার্থী হওয়ায় এলাকায় রীতিমতো উৎসব হয়েছে। মহাজোটের কারণে ইতিপূর্বে বরিশাল-৬ আসনে হাফিজ মল্লিক কয়েকবার মনোনয়ন প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন। এ বিষয়ে বরিশাল-৩ আসনে নৌকার প্রার্থী সরদার খালেদ হোসেন স্বপন বলেন, দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার আমাকে নৌকা প্রতীক দিয়েছেন। তাঁর নির্দেশনা ও সিদ্ধান্ত মোতাবেক কাজ করবো।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT