3:36 pm , December 1, 2023

ঝালকাঠিতে দিনভর আলোচনা-সমালোচনায়
রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি ॥ ঝালকাঠিতে দিনভর আলোচনা-সমালোচনায় পরিণত হয়েছে বিএনপির দু:সময়ে বিএনপি’র সাবেক ভাইস চেয়ারম্যান ব্যারিষ্টার শাহজাহান ওমরের দলবদল করে নৌকার টিকিট গ্রহন। ঝালকাঠির অলিগলি চায়ের দোকানসহ সর্বত্র শাহজাহান ওমরের দলবদলের অবিশ্বাস্য কান্ড নিয়ে আলোচনা সমালোচনা। কেউ কেউ বলছেন বিএনপি’র দু:সময় শাহজাহান ওমরের ডিগবাজি দিয়ে নৌকায় চড়া মোটেও ঠিক হয় নাই। আবার অনেকে বলছেন তিনি একুল ওকুল দুকুলই হারালেন। কারণ হিসেবে লোকজন বলছেন সদ্য বিএনপিত্যাগী শাহজাহান ওমরকে আওয়ামীলীগের নেতাকর্মীরা মন থেকে গ্রহন করবেন না। এদিকে বৃহস্পতিবার ঝালকাঠি জেলা বিএনপি’র সদস্য সচিব এ্যাড. শাহাদাৎ হোসেন ফেসবুক লাইভে এসে ব্যারিস্টার শাহজাহান ওমরকে মীরজাফর আখ্যায়িত করে বলেন, এত দিন দলের মধ্যে ঘাপটি মেরে থাকা শাহজাহান ওমর দলের সকল সুযোগ সুবিধা গ্রহন করে দু:সময়ে বেঈমানী করে কলংকিত হয়েছেন। তিনি আরো বলেন, শাহাজাহান ওমরকে দলের সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে। এদিকে শুক্রবার সকালে ঝালকাঠি ছাত্রদলের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সম্মুখে ব্যারিস্টার শাহজাহান ওমরের কুশপুত্তিলিকা দাহ করে বিক্ষোভ করে। এসময় তারা শাহজাহান ওমরের বিরুদ্ধে নানারকম শ্লোগান দিয়ে ক্ষোভ প্রকাশ করে।
বিশ্লেষকদের মতে, নৌকা নিয়ে ব্যারিষ্টার শাহজাহান ওমর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় মাঠে নামলে নবাগত ও দলছুট শাহজাহান ওমরকে ভোট দিবেন কিনা তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছে তৃণমূল পর্যায়ের আওয়ামীলীগ কর্মীরা। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কেন্দ্রীয় আওয়ামীলীগের নেতা মনিরুজ্জামন দলীয় নেতাকর্মীদের নিয়ে মাঠে শোডাউনসহ কর্মতৎপরতা চালাচ্ছে, ফলে নৌকার ভোট স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামানের থলেতে পড়ার সম্ভবনা বেশি।
উল্লেখ্য ৩০ নভেম্বর ২০২৩ তারিখ দুপুরে আকস্মিকভাবে দীর্ঘদিনের বিএনপি’র পরীক্ষিত শীর্ষস্থানীয় নেতা ব্যারিস্টার শাহজাহান ওমর ঝালকাঠি-১ আসন থেকে নৌকার মনোনয়ন পত্র গ্রহন করেন এবং অনলাইনে ঝালকাঠি রিটার্নি অফিসার বরাবর জমা প্রদান করেন। ফলে বিএনপি ও আওয়ামীলীগের মধ্যে মুখরোচক আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়।