3:57 pm , November 29, 2023

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠী প্রতিবেদক ॥ ঝালকাঠীতে বুধবার পর্যন্ত আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীসহ দুটি আসনে ১১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে এখন পর্যন্ত কেউ মনোনয়নপত্র দাখিল করেননি। বুধবার ৩০ নভেম্বর বুধবার মনোনয়পত্র দাখিলের শেষ দিনে সকলেই মনোনয়পত্র দাখিল করবেন। পরিস্থিতি বিবেচনা করে অনেক প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল নাও করতে পারেন বলে জানিয়েছেন কয়েকজন প্রার্থী। বুধবার পর্যন্ত ঝালকাঠি-২ আসনে ৪জন মনোনয়ন পত্র ক্রয় করেছেন। এরা হলেন : আওয়ামীলীগ মনোনীত আলহাজ্ব আমির হোসেন আমু, জাতীয় পার্টি মনোনীত জাপা চেয়ারম্যানের উপদেষ্টা মো. নাসির উদ্দীন ইমরান, জাকের পার্টির মোঃ ফারুক আহম্মেদ এবং ন্যাশনাল পিপলস পার্টির পক্ষ থেকে ফোরকান হোসেন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
ঝালকাঠি-১ আসনে মনোনয়ন পত্র ক্রয় করেছেন ১১জন। এরা হলেন : আওয়ামীলীগ মনোনীত বজলুল হক হারুন, জাতীয় পার্টি (জেপি-মঞ্জু) দলের রুবেল হাওলাদার, জাকের পার্টির আবু বক্কর সিদ্দিক ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট প্রার্থী মো. মামুন সিকদার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি নেতা আবুল মোঃ ফখরুল ইসলাম, নুরুল আলম, এ কে এম মিজানুর রহমান, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান মনির, বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাবেক অতিরিক্ত সচিব ইসমাইল হোসেন, মোঃ জসিম উদ্দিন ও কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যান বিষয়ক উপ কমিটির সদস্য কিশোয়ারা আক্তার সহ ১১জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে জাতীয় পার্টি মনোনীত এজাজুল হক মনোনয়ন পত্র ক্রয় করেননি।