3:56 pm , November 29, 2023

বাবুগঞ্জ প্রতিবেদক ॥ বাবুগঞ্জে চাচার বিরুদ্ধে ভাতিজার জমির গাছ কেটে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনাটি ঘটেছে বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের দক্ষিণ ভুতের দিয়া গ্রামের আবুল হোসেন হাওলাদারের বাড়িতে। অভিযোগ সূত্রে জানা গেছে গেল ২৮ নভেম্বর সোমবার সকাল আটটার দিকে প্রতিপক্ষ চাচাতো ভাই ও ভাইয়ের স্ত্রীসহ দল বল নিয়ে নিজেদের ভোগ দখলীয় জমি জোরপূর্বক দখলের চেষ্টা করেন মৃত মকবুল হাওলাদার এর ছেলে বিল্লাল হোসেন, সরোয়ার মাহমুদ, হেলাল উদ্দিন ও বিল্লাল হোসেন এর স্ত্রী ফাহিমা বেগমসহ পরিবারের অন্যান্য সদস্যরা। এ সময় জমিতে রোপিত প্রায় অর্ধশতাধিক বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ কর্তন করে ফেলেন তারা। এতে ভুক্তভোগী পরিবারের প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী মৃত আবুল হাওলাদারের পুত্র রফিকুল ইসলাম পুলিশের জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন করে পুলিশের সহায়তা। এসময় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে নিজেদের জমির গাছ রক্ষার্থে বাধা প্রধান করলে এ সময় প্রতিপক্ষ মৃত মকবুল হাওলাদার এর ছেলে বিল্লাল হোসেন, সরোয়ার মাহমুদসহ পরিবারের অন্যানা সদস্যরা মৃত আবুল হাওলাদারের পুত্র রফিকুল ইসলাম, সুমন হাওলাদার, তুহিন হাওলাদার, মাইনুল ইসলাম, মকবুল হাওলাদারের মেয়ে মাসুদা বেগম, জেসমিন আক্তার শিউলি বেগম ও সুখী আক্তার কে খুন জখমের হুমকি প্রদান করেন। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারটি নিরাপক্ষা হীনতায় রয়েছে।