বরিশালের ৬টি আসনের মধ্যে চারটিতে নতুন প্রার্থী বরিশালের ৬টি আসনের মধ্যে চারটিতে নতুন প্রার্থী - ajkerparibartan.com
বরিশালের ৬টি আসনের মধ্যে চারটিতে নতুন প্রার্থী

3:33 pm , November 26, 2023

সাইদ মেমন ॥ বরিশাল জেলার ৬ টি আসনের মধ্যে চারটি আসনে নতুন প্রার্থীকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। দুইটি আসনে সাবেকদের বহাল রাখা হয়েছে। রোববার ঢাকায় বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে বিকেলে মনোনীত প্রার্থীর তালিকা ঘোষনা করা হয়। এরপর থেকে প্রত্যেক আসনে দলীয় নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে। পটকা ফুটিয়ে, গান বাজিয়ে ও মিষ্টি বিতরন করে আনন্দ প্রকাশ করেছে প্রার্থীদের অনুসারীরা। সবচেয়ে বেশি আনন্দিত বরিশাল-৩ ও ৬ আসনের তিন উপজেলার আওয়ামী লীগের নেতা কর্মীরা। দীর্ঘ তিন মেয়াদ পর এই দুই আসনে দলীয় প্রার্থী পেয়েছে তারা।
ঘোষিত তালিকা অনুযায়ী বরিশাল-১ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন বর্ষিয়ান নেতা ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ। তিনি ছাড়া এ আসনে দলীয় আর কেউ মনোনয়ন সংগ্রহ করেননি। অনুমিতভাবে এ আসনে তিনি দলীয় মনোনয়ন পাচ্ছেন, এটা নিশ্চিত ছিলেন নেতাকর্মীরা।
বরিশাল-২ আসনে ফিরিয়ে আনা হয়েছে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. তালুকদার মো. ইউনুস। এ আসন থেকে ২০১৪ সালে তিনি সংসদ সদস্য ছিলেন। ২০১৮ সালে তাকে বাদ দিয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মো. শাহে আলম তালুকদারকে দলীয় মনোনয়ন দেয়া হয়। তিনি নির্বাচিত হওয়ার পর এ আসনের বানারীপাড়া ও উজিরপুর উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মীদের সাথে বিরোধে জড়িয়ে পড়েন। এছাড়াও দুই উপজেলার মুক্তিযোদ্ধারা তাকে রাজাকার পুত্র অভিহিত করে সংবাদ সম্মেলন করেন। বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগ তাকে শোকজ নোটিশও দেয়। এ নিয়েও আদালতে মামলা পর্যন্ত হয়েছে। নানা বিতর্কিত কর্মকান্ডে জড়িয়ে নেতাকর্মীদের মাঝে দুরত্ব সৃষ্টি হয় তার। যার খেসারত দিতে হয় সংসদ সদস্য শাহে আলমকে। তাকে ঠেকাতে বরিশাল জেলার ৬ টি আসনের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ২০ জন দলীয় মনোনয়ন চেয়ে ফরম সংগ্রহ করেছিলেন। সকলেই একাট্টা হয়েছিলেন শাহে আলমকে ঠেকাতে। তাকে বাদ দিয়ে এ্যাড. তালুকদার মো. ইউনুসকে মনোনয়ন দেয়ায় দুই উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে খুশির আমেজ বিরাজ করছে।
বরিশাল জেলার মধ্যে চমক হয়েছে বরিশাল-৩ আসন। বরিশালের মুলাদী ও বাবুগঞ্জ নিয়ে ২০০১ সালে এ আসন গঠিত হওয়ার পর থেকে আওয়ামী লীগের কোন প্রার্থী মনোনয়ন পায়নি। মহাজোটের শরীকদের জন্য ছাড় দেয়া হতো এ আসনে। মহাজোটের শরীক বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির প্রার্থীকে ছাড় দেয়া হতো। প্রথমবারের মতো দলীয় নেতাদের মধ্যে থেকে বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সরদার খালেদ হোসেন স্বপনকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। এ আসন থেকে চিত্রনায়ক রুবেল, একবার দলীয় মনোনয়ন পেয়েও পরে প্রত্যাহার করা সাবেক সচিব সিরাজউদ্দীন আহমেদসহ ১৩ নেতা ফরম সংগ্রহ করেছিলেন। তাদের মধ্যে থেকে স্বপনকে দলীয় প্রার্থী করা হলো।
একইভাবে দলীয় নেতাকর্মীদের সাথে বিরোধ, বরিশাল জেলা আওয়ামী লীগের নেতৃবন্দদের সাথে দুরত্ব ও নানা বিতর্কিত কর্মকা-ে বাদ পড়েছেন বরিশাল-৪ আসনের দুইবারের সংসদ সদস্য পংকজ নাথ। স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারন সম্পাদক পংকজ নাথের পরিবর্তে দলীয় মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহম্মেদ। বীর মুক্তিযোদ্ধা ও বরিশাল জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, একাধিকবারের সংসদ সদস্য মহিউদ্দিন আহম্মেদের কন্যা তিনি। বরিশালের হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এ আসনের আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পংকজ নাথের পরিবর্তে ড. শাম্মী আহম্মেদের পক্ষেই সোচ্ছার ছিলেন। এ আসন থেকে ওই দুইজন ছাড়াও আরো ৫ নেতা দলীয় মনোনয়ন চেয়ে ফরম সংগ্রহ করেছিলেন।
বরিশাল-৫ আসনে বহাল রয়েছেন বর্তমান সংসদ সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অব. জাহিদ ফারুক শামীম। বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্নেল অব. জাহিদ ফারুক শামীম দলীয় প্রার্থী ঘোষনার দেয়ার পর নগরীতে পটকা ফুটিয়ে, গান বাজিয়ে ও মিষ্টি বিতরন করে নগরীতে আনন্দ মিছিল করেছে নেতাকর্মীরা। এ আসনে সদ্য সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ তার প্রতিদ্বন্দ্বী ছিলেন। কিন্তু সিটি মেয়রের দায়িত্বে থাকাকালীন সময়ে নগরবাসির উপরে অতিরিক্ত ট্যাক্সের বোঝা চাপিয়ে দেয়া, সরকারি কর্মকর্তাদের সাথে দুর্ব্যবহার, ফেসবুক লাইভে এসে নানা ধরনের কর্মকান্ড, হাইকমান্ডের নির্দেশনা অমান্য সহ দলের সিনিয়র নেতৃবৃন্দের অপমান করায় সকলের বিরাগ ভাজন ছিলেন। এ কারনে তিনি সিটি মেয়র থেকে সংসদ সদস্য পদে দলের মনোনয়ন বঞ্চিত হয়েছেন।
দীর্ঘদিন পর প্রার্থী পেয়েছে বরিশাল-৬ আসনের আওয়ামী লীগের নেতাকর্মীরা। বাকেররগঞ্জ উপজেলা ও পৌরসভা নিয়ে গঠিত এ আসনে বিগত তিনটি নির্বাচনে জাতীয় পার্টির জন্য কোন প্রার্থী দেওয়া হয়নি। তিনবারে মনোনয়ন পেয়েও পরে প্রত্যাহার করে নেওয়া আব্দুল হাফিজ মল্লিককে এবারো দলের মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি ছাড়াও এ আসনে বরিশাল জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খান আলতাফ হোসেন ভুলু, রাজিব আহম্মেদ তালুকদার, আব্দুল হাফিজ মল্লিক, বাকেরগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শামসুল আলম, শাহনাজ পারভীন রানী, প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ, বাকেরগঞ্জ পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া ও মোয়াজ্জেম হোসেন মাতুব্বর প্রার্থী হওয়ার দৌড়ে শামিল হয়েছেন। এর মধ্যে বরিশাল জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খান আলতাফ হোসেন ভুলু স্বতন্ত্র প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন।

 

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT