সাবেক বহাল না নতুন মুখ সে সিদ্ধান্ত জানা যাবে আজ-কালের মধ্যে সাবেক বহাল না নতুন মুখ সে সিদ্ধান্ত জানা যাবে আজ-কালের মধ্যে - ajkerparibartan.com
সাবেক বহাল না নতুন মুখ সে সিদ্ধান্ত জানা যাবে আজ-কালের মধ্যে

3:37 pm , November 24, 2023

বরিশাল বিভাগের ২১ আসন
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে দিনরাতের তাপমাত্রা প্রতিনিয়ত যেমন পরিবর্তন হচ্ছে তেমনি এখানকার হাওয়ায় ভাসছে গরম আর ঠান্ডা মিশ্রিত নানান খবর। কেউ কেউ শতভাগ নিশ্চিত করেই বলছেন অমুক আসনে ওমুকে মনোনয়ন পেয়েছেন আবার কেউ কেউ সান্তনা খুঁজতে গিয়ে বলছেন আরো কিছুসময় অপেক্ষা করতে হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও জানিয়েছেন চারটি বিভাগের প্রার্থী চূড়ান্ত করা হলেও আগামীকাল রোববারের মধ্যে তিনশ আসনের প্রার্থী ঘোষণা করা হবে। তিনি জানিয়েছেন, নতুন মুখও এসেছে, কিছু বাদও পড়েছে। বিজয়ী হতে পারেন এমন প্রার্থীদের বাদ দেয়নি আওয়ামী লীগ। মনোনয়নে ভুলত্রুটিও থাকতে পারে।একসঙ্গে তিনশ আসনে প্রার্থী ঘোষণা করা হবে।নৌকার মনোনয়নের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘যাদেরকে বাদ দেওয়া হয়েছে (মনোনয়ন পাননি) তারা বিজয়ী হতে পারবেন না। অনেকে জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে। নতুন করে তাদেরকে প্রার্থী করা হয়নি।’এদিকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গতকাল শুক্রবার বরিশাল বিভাগের ২১ আসনে নৌকার প্রার্থী চূড়ান্ত করা হলেও এখন পর্যন্ত তাদের নাম প্রকাশ করা হয়নি। তবে গতকাল বিকেলের পর থেকেই বরিশাল সদর আসনসহ বিভাগের ২১ আসনে বিভিন্ন প্রার্থীর মনোনয়নের খবর নিশ্চিত করে তার অনুসারীসহ অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করছেন। একটি জাতীয় দৈনিকের বরিশাল প্রতিনিধি তার ফেইসবুক পেইজে লিখেছেন-বরিশাল ১, ৫-এ সাবেক বহাল ও ২,৩,৪,৬ এ নতুন মুখের আভাস। তবে সম্ভাব্য প্রার্থীদের অনুসারীদের অনেকেই শুধুমাত্র আলহামদুলিল্লাহ লিখে পোষ্ট শেয়ার করেছেন। আবার কেউ কেউ সাবেক হুকুম বহাল আবার কেউ শনিবার সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করার কথা লিখেও পোষ্ট করছেন। একজনে লিখেছেন-আলহামদুলিল্লাহ -আলহামদুলিল্লাহ পোষ্টের জন্য তো ফেইসবুকেই ঢুকতে পারতে আছি না।কেন্দ্রীয় বড় বড় নেতারা বরিশালের ফুল নিউজ যানে না কে মনোনয়ন পাইছে বা পাইবে? বরিশালের তেনারা যেনে গেছে কে নৌকার মাঝি?? যে লোক পাবে এতে তার ক্ষতি করতে আছে এইসব পোষ্ট দিয়া।সূত্রমতে, বরিশাল জেলার ০৬টি আসনের মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ নৌকা প্রতিক নিয়ে নির্বাচিত হন। এবারও ওই আসনে তাঁর বাইরে দলের অন্য কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি। ফলে একমাত্র প্রার্থী হিসেবে তিনিই পুনরায় মনোনয়ন পাচ্ছেন এটা শতভাগ নিশ্চিত। গত নির্বাচনে বরিশাল-২ আসন থেকে আওয়ামী লীগের টিকেটে সাবেক ছাত্রলীগ নেতা শাহে আলম নির্বাচিত হলেও এবারের নির্বাচনে তাঁর মনোনয়ন পাওয়া অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছে বলে জানা গেছে। এবার তাঁর পরিবর্তে জোরালো ভাবে উচ্চারিত হচ্ছে সাবেক সাংসদ ও বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মো: ইউনুসের নাম। বরিশাল-৩ আসনে গতবারের নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী গোলাম কিবরিয়া টিপু নির্বাচিত হন। আওয়ামী লীগ এ আসনে প্রার্থী চূড়ান্ত করলেও শেষ পর্যন্ত জোটবদ্ধ নির্বাচন হলে এ আসনে এবছরও ওয়াকার্স পার্টির প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা রয়েছে। বরিশাল-৪ আসনে গতবারের নির্বাচনে পংকজ দেবনাথ আওয়ামী লীগের টিকেটে সাংসদ নির্বাচিত হন। কিন্তু নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে কোন্দলে জড়িয়ে পড়েন। ফলে এবারের নির্বাচনে তাঁর পরিবর্তে কেন্দ্রীয় আওয়ামী লীগের আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদের নাম জোরালোভাবে শোনা যাচ্ছে। শেষ পর্যন্ত এ আসনে তিনি দলীয় মনোনয়ন পেলে অবাক হওয়ার কিছু থাকবেনা। বরিশাল-৫ সদর আসনে গতবারের নির্বাচনে আওয়ামী লীগের টিকেটে সাংসদ নির্বাচিত হন কর্নেল অব. জাহিদ ফারুক শামিম। বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ বেশ কয়েকজন এ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ পর্যন্ত জাহিদ ফারুকই পুনারায় এ আসনে মনোনয়ন পেতে যাচ্ছেন না নতুন কোন চমক আসছে তার জন্য অপেক্ষা করতেই হচ্ছে। তবে জাহিদ ফারুক শামিমের মনোনয়ন অনেকটাই নিশ্চিত বলে একটি সূত্র জানিয়েছে। এছাড়া বরিশাল-৬ আসনে গতবারের নির্বাচনে জোটবদ্ধ নির্বাচন করে জাতীয় পার্টির রত্মা আমিন হাওলাদার নির্বাচিত হন। এখন পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার বিষয়ে সাবেক এক সেনা কর্মকর্তার নাম শোনা গেলেও শেষ পর্যন্ত জাতীয় পার্টিকে এ আসনটি ছাড় দেয়া হতে পারে বলে আভাস পাওয়া গেছে। তবে বরিশাল জেলার মোট ০৬টি আসনে শেষ পর্যন্ত কারা আওয়ামী লীগের মনোনয়ন পাচ্ছেন তা জানতে আজ শনিবার অথবা আগামীকাল রোববার পর্যন্ত অপেক্ষা করতে হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT