3:58 pm , November 21, 2023

বিশেষ প্রতিবেদক ॥ নগর ভবনের কতিপয় কর্মকর্তা-কর্মচারীর অবহেলা ও উদাসীনতায় বরিশাল মহানগরীর বাসীন্দাদের জন্ম ও মৃত্যু নিবন্ধন বন্ধ রয়েছে গত একমাসেরও বেশী সময় ধরে। নগরীর ৮ ও ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শপথ নেওয়ার আগেই মৃত্যুবরণ করায় ঐ দুটি ওয়ার্ডের জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম বন্ধ আরো বেশী সময় ধরে। এমনকি জন্ম নিবন্ধনের সংশোধনী পর্যন্ত বন্ধ রয়েছে। ফলে নগরীর বিপুল সংখ্যক মানুষ প্রতিনিয়ত নানামুখি সমস্যায় পড়ছেন। জন্ম নিবন্ধনের অভাবে অনেকের জাতীয় পরিচয়পত্রের ভুলত্রুটি সংশোধন সহ ভিসা আবেদন পর্যন্ত বন্ধ রয়েছে।
গত ১৪ নভেম্বর বরিশাল সিটি করপোরেশনের পঞ্চম নগর পরিষদ দায়িত্ব গ্রহণের পরে নতুন কাউন্সিলর ও পুন:নির্বাচিত কাউন্সিলররা বরিশালের স্থানীয় সরকার শাখা থেকে তাদের পাসওয়ার্ড সংগ্রহ না করায় জন্ম ও মৃত্যু নিবন্ধনের সব কার্যক্রম বন্ধ রয়েছে। নিয়ম অনুযায়ী সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ডের কাউন্সিলর ও ১০ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের অফিস সচিবরা স্থানীয় সরকার শাখা থেকে এসব পাসওয়ার্ড সংগ্রহ করার কথা।
কিন্তু কোন ওয়ার্ড সচিবই গত ৭দিনেও তা সংগ্রহ করেননি। বিষয়টি নিয়ে নগর ভবনের প্রশাসনিক শাখা থেকে বারবার তাগিদ দেওয়া হয়েছে বলে জানা গেছে। অপরদিকে ৮নম্বর ও ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের মৃত্যুর প্রেক্ষিতে বিধি অনুযায়ী ঐ দুটি ওয়ার্ডের দায়িত্ব সংশ্লিষ্ট নারী কাউন্সিলরকে দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি। সদ্য বিদায়ী মেয়র পাশর্^বর্তী দুটি ওয়ার্ডের দুইজন কাউন্সিলরকে দুটি ওয়ার্ডের দায়িত্ব দিয়ে যান।
কিন্তু বিধি অনুযায়ী তাও পরিবর্তন করে সংশ্লিষ্ট নারী কাউন্সিলরকে ৮ ও ২২ নম্বর ওয়ার্ডের দায়িত্ব না দেওয়ায় ঐ দুটি ওয়ার্ডের সাধারন মানুষের দুর্ভোগের শেষ নেই। বিষয়টি নিয়ে বরিশাল সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মাসুমা আক্তারের সাথে আলাপ করা হলে তিনি জানান, ‘অবিলম্বে পাসওয়ার্ড সংগ্রহ করে প্রতিটি ওয়ার্ডে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম চালুর নির্দেশ দেওয়া হয়েছে। খুব দ্রুত সব ঠিক হয়ে যাবে।