3:54 pm , November 21, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) সাধারন সম্পাদক ও ঢাকাস্থ যাত্রাবাড়ী থানাধীন সবুজ বিদ্যাপীঠ স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ কাওসার আহমেদ কে ম্যানেজিং কমিটি কর্তৃক ষড়যন্ত্রমূলকভাবে সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করার দাবীতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসক দপ্তরের মাধ্যমে স্বারকলিপি প্রদান করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখা।
গতকাল মঙ্গলবার বেলা ১১টায় নগরীর প্রাণ কেন্দ্র সদররোডে শিক্ষক সমিতির সদস্যরা মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন।
বরিশাল আঞ্চলিক শাখা শিক্ষক সমিতির সভাপতি সুনীলবরণ হালদারের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক মোঃ আবুল কালাম,যুগ্ম সম্পাদক আসাদুল আলম আসাদ,উপদেষ্টা অথ্যক্ষ মোঃ ফরিদুল আলম,উপদেষ্টা দাশ গুপ্ত আশিষ কুমার,উপদেষ্টা মোঃ তোফায়েল আহমেদ।