গুরুতর অসুস্থ কাউন্সিলর মজিবর রহমান ॥ হেলিকপ্টারে ঢাকায় প্রেরণ গুরুতর অসুস্থ কাউন্সিলর মজিবর রহমান ॥ হেলিকপ্টারে ঢাকায় প্রেরণ - ajkerparibartan.com
গুরুতর অসুস্থ কাউন্সিলর মজিবর রহমান ॥ হেলিকপ্টারে ঢাকায় প্রেরণ

3:54 pm , November 21, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ গুরুত্ব অসুস্থ হয়ে পড়েছেন বরিশাল সিটি করপোরেশনের ১১ নং ওয়ার্ড কাউন্সিলর মজিবর রহমান। উন্নত চিকিৎসার জন্য গতকাল দুপুরে  হেলিকাপ্টারযোগে তাকে ঢাকায় নেওয়া হয়েছে। তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।
তার একান্ত সহকারী রিয়াদ জানান সোমবার দিবাগত রাতে হঠাৎ ঠান্ডাজনিত কারনে অসুস্থ হয়ে পড়েন কাউন্সিলর মজিবর রহমান। এরপর অবস্থার উন্নতি না হওয়ায় মঙ্গলবার বেলা ৩ টার দিকে তাকে ঢাকা নিয়ে যাওয়া হয়েছে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তিনি আরো বলেন, রাতে হঠাৎ করে ঠান্ডা জনিত সমস্যা বেড়ে যায়। এরপর তা আর নিয়ন্ত্রনে আসছিলো না। তার ছোট ভাই জিয়াউর রহমান জিয়া জানান, বর্তমানে তার ভাই কাউন্সিলর মজিবর রহমান স্কয়ার হাসপাতালের আইসিইউতে আছে। পরীক্ষা-নিরীক্ষা চলছে। তবে প্রচন্ড শ্বাস-কষ্ট হচ্ছে। তার প্রেসার নেমে গেছে। আগে থেকেই তার পায়ে সমস্যা ছিলো। কিছুদিন আগে ভারত থেকে চিকিৎসা করে এসেছে। জিয়াউর রহমান তার ভাই কাউন্সিলর মজিবর রহমানের জন্য বরিশাল বাসীর কাছে দোয়া কামনা করেছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT