3:51 pm , November 21, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে ফরম সংগ্রহ ও জমা দেয়া সময় শেষ হয়েছে। মঙ্গলবার শেষ দিনে বরিশাল বিভাগের ২১ আসনে প্রার্থী হওয়ার জন্য আরো ১৭ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এ নিয়ে গতচার দিনে ২৫৮ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এ্যাড. বলরাম পোদ্দার জানিয়েছেন, কতজন মনোনয়ন পত্র জমা দিয়েছেনজানানো যাবে না। সেটা গোপনীয় বিষয়।
তিনি বলেন, জমা দেয়া মনোনয়ন ফরম যাচাই-বাছাই করা হবে। পরে প্রস্তুত করে আগামী ২৩ নভেম্বর মনোনয়ন বোর্ডের সভায় উপস্থাপন করা হবে।
এ্যাড. বলরাম বলেন, বরিশালের ৬ টি আসনের মধ্যে সবচেয়ে বেশি ১৯ টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে, বানারীপাড়া-উজিরপুর নিয়ে গঠিত বরিশাল-২ আসনে। সবচেয়ে কম বিক্রি হয়েছে বরিশাল-১ আসনে। এই আসনের জন্য একমাত্র মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ।
বরিশাল বিভাগের মর্যাদাপূন সদর আসনে প্রার্থী হওয়ার লড়াইয়ে শামিল হতে ১০ নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তারা হলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ্যাড. জাহাঙ্গীর কবির নানক, বর্তমান সংসদ সদস্য কর্নেল অব. জাহিদ ফারুক শামীম, সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বরিশাল সদর উপজেলার চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম (এসপি মাহবুব), মো. মশিউর রহমান খান, মোহাম্মদ আরিফ হোসেন (আরিফিন মোল্লা), এ্যাড. মোর্শেদা বেগম, সালাউদ্দিন রিপন ও এসএম জাকির হোসেন।
বরিশাল-২ আসনে প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন সংগ্রহ করেছেন- আবুল হাকিম সন্যামত, আব্দুর রাজ্জাক, হাবিবুর রহমান খান, সংরক্ষিত সংসদ সদস্য সৈয়দা রুবিনা মীরা, সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলাম, একাদশ সংসদের সদস্য মো. শাহে আলম, পৌর মেয়র এ্যাড. সুভাষ চন্দ্র হালদার, দশম সংসদের সদস্য এ্যাড. তালুকদার মো. ইউনুস, মুহাম্মদ আনিসুর রহমান, বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক, এম মোয়াজ্জেম হোসেন, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক নেতা আবিদ আল হাসান, বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. মাওলাদ হোসেন সানা, শের-ই বাংলা একে ফজলুল হকের নাতি একে ফাইয়াজুল হক. আব্দুল হক, ইদ্রিস আলী মোল্লা, সোহেল সানি, মাজাহারুল ইসলাম ও সুজন কৃষ্ণ হালদার।
বরিশাল-৩ আসনে ড. মোহাম্মদ আমিনুল হক কবির, মো. শাফায়েত হোসেন, মিজানুর রহমান ও আতিকুর রহমান, মোহাম্মদ সাইফুল আলম, আসাদুল হক, বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক, অব. সচিব সিরাজ উদ্দীন আহমেদ, কিবরিয়া গোলাম মোহাম্মদ, চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সরদার খালেদ হোসেন স্বপন, মো. জহিরউদ্দিন ও মুলাদী উপজেলা চেয়ারম্যান তারিকুল ইসলাম খান মিঠু।
বরিশাল-৪ আসনে হেমায়েতউদ্দিন খান, আফজালুল করিম, শাম্মী আহমেদ, মেজর অব. নাসিরউদ্দিন খান, একাদশ সংসদের সদস্য পংকজ দেবনাথ, মো. শাহে আলম, আরিফ বিন ইসলাম, মেজর অব. মহসিন শিকদার।
বরিশাল-৬ আসন থেকে বরিশাল জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খান আলতাফ হোসেন ভুলু, রাজিব আহম্মেদ তালুকদার, আব্দুল হাফিজ মল্লিক, বাকেরগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শামসুল আলম, শাহনাজ পারভীন রানী, প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ, বাকেরগঞ্জ পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া ও মোয়াজ্জেম হোসেন মাতুব্বর।