3:43 pm , November 20, 2023

পরিবর্তন ডেস্ক ॥ রোববার বিকেলে বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান জেলা (দক্ষিণ) বিএনপির আহ্বায়ক সাবেক এমপি আবুল হোসেন খান। এ সময় সেখানে তাঁর সমর্থক নেতা-কর্মীরা ছিলেন। তাঁরা তাঁকে ফুলের মালা দিয়ে বরণ করেন। পরে একটি সাদা গাড়িতে চড়ে শোভাযাত্রা নিয়ে নগরের সদর রোড থেকে গন্তব্যে যান তিনি। বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির আহ্বায়ক সাবেক এমপি আবুল হোসেন খান জানান, তিনি ১ নভেম্বর অবরোধ চলাকালে সিঅ্যান্ডবি রোড থেকে গ্রেপ্তার হন। রোববার সন্ধ্যার আগে বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। তাঁর ধারণা ছিল, পুলিশ আবার তাঁকে গ্রেপ্তার করবে। সে কারণে গাড়িতে করে স্থান ত্যাগ করার চেষ্টা করেন।কিন্তু কারাগারের প্রধান ফটকে অসংখ্য নেতা-কর্মী জড়ো হন। মুক্ত হয়ে নিরাপদে যেতে গাড়িতে উঠেছেন। এ সময় সব নেতা-কর্মীকে হাত তুলে অভিবাদন করেছেন মাত্র। যাঁরা সমালোচনা করেন, তাঁরা তো মাঠে নেই, তিনি মাঠে আছেন।
এ ঘটনায় বরিশাল সদর উপজেলা বিএনপির ১ নম্বর সদস্য কেন্দ্রীয় নেতা আবু নাসের রহমাতুল্লাহ বলেন, ‘হরতালের সময় গাড়িতে শোডাউন দেওয়া উচিত হয়নি। এটি দুঃখজনক ঘটনা। তবে একাধিক নেতা জানান, আবু নাসের রহমাতুল্লাহ নিজেই ফটোসেশন ছাড়া রাজপথে দেখা যায়নি তাকে। নগরীর একাধিক বড় বড় প্রোগ্রামে তিনি শোডাউন করেন কিন্তু এবারের হরতাল অবরোধে রাজপথে কোথাও তাকে দেখা যায়নি। বিএনপির একাধিক সূত্র জানায়, বরিশাল সদর উপজেলা বিএনপির ১ নম্বর সদস্য আবু নাসের রহমাতুল্লাহর নিজস্ব কয়েকজন মিডিয়া কর্মী আছে। এদের মাধ্যমে তিনি ফটোসেশন এবং প্রচারে ব্যস্ত থাকেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছেন।