3:39 pm , November 20, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল বাস মালিক গ্রুপের সভাপতির দায়িত্ব গ্রহন করেছেন সাবেক ছাত্রনেতা অসীম দেওয়ান। সোমবার বেলা ১১টায় সময় দায়িত্ব গ্রহন করেন তিনি। নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের দ্বিতীয় তলায় মালিক সমিতির কার্যালয়ে দায়িত্বভার গ্রহন অনুষ্ঠান হয়। মহানগর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক অসীম দেওয়ান জানান, বেলা ১১ টায় তিনি নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় যান। এ সময় বাস মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ তাকে অভ্যর্থনা জানিয়েছেন। পরে তিনি বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতির দায়িত্ব গ্রহন করেছেন। এ সময় বাস মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।