এ্যাড. নানকের পক্ষে বরিশাল-৫ আসনে মনোনয়ন সংগ্রহ এ্যাড. নানকের পক্ষে বরিশাল-৫ আসনে মনোনয়ন সংগ্রহ - ajkerparibartan.com
এ্যাড. নানকের পক্ষে বরিশাল-৫ আসনে মনোনয়ন সংগ্রহ

3:36 pm , November 20, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ্যাড. জাহাঙ্গীর কবির নানকের পক্ষে বরিশাল-৫ (সদর) আসনের মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে। এছাড়াও তিনি ঢাকা-১৩ (মোহাম্মদপুর-আদাবর) আসনের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন। এ ব্যাপারে জাহাঙ্গীর কবির নানক আজকের পরিবর্তনকে জানান, তিনি ঢাকা-১৩ (মোহাম্মদপুর-আদাবর) আসনে মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদি। দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দিয়েছেন ঢাকা-১৩ আসনে। এটি তার পুরোনো আসন। এখানে জনগণের সাথে তার নিবিড় সম্পর্ক এবং এই আসনেই তিনি নির্বাচন করতে চান। বরিশাল-৫ (সদর) আসনের মনোনয়ন ফরম সংগ্রহ সম্পর্কে তিনি বলেন কে বা কারা ফরম কিনেছেন তিনি জানেন না। তবে ধারনা করছেন কোন শুভাকাঙ্খি হয়তো ফরম কিনতে পারে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT