নাশকতার মামলায় জেলা ছাত্রদলের সহ-সভাপতি সবুজ গ্রেপ্তার নাশকতার মামলায় জেলা ছাত্রদলের সহ-সভাপতি সবুজ গ্রেপ্তার - ajkerparibartan.com
নাশকতার মামলায় জেলা ছাত্রদলের সহ-সভাপতি সবুজ গ্রেপ্তার

3:29 pm , November 19, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ রাষ্ট্রবিরোধী কর্মকা- ও নাশকতার মামলায় বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতিকে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার বিকালে র‌্যাব-৮ ও র‌্যাব-১০ এর যৌথ অভিযানে দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৮ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
গ্রেপ্তার সবুজ আকন (৩৫) চাঁদপাশা ইউনিয়নের বকশিরচরের আব্দুল মান্নান মহরীর ছেলে। তিনি বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি।
রোববার সকালে র‌্যাব-৮ এর মিডিয়া সেলের এক বিজ্ঞপ্তিতে জানান হয়, বিএনপি ও জামায়াতের ডাকা ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর তিনদিনের অবরোধ কর্মসূচিতে জেলা ছাত্রদলের সহ-সভাপতি সবুজ আকন রাষ্ট্রবিরোধী ও নাশকতামূলক কর্মকা-ে জড়িত ছিলেন।
গত ২ নভেম্বর সকালে সবুজ আকনের নেতৃত্বে ৬০ থেকে ৭০ জন লোক বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ব্রিজের দক্ষিণ দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে গাছের গুড়ি ও টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করে। তারা সরকার বিরোধী স্লোগান দিয়ে মহাসড়কের যান চলাচল বন্ধ করে দেয় ও গাড়ি ভাঙচুর করে।
এ ঘটনায় সবুজ আকনকে প্রধান আসামি হিসেবে বরিশালের মহানগর পুলিশের বিমানবন্দর থানায় রাষ্ট্রবিরোধী কর্মকা- ও নাশকতার মামলা করা হয়।
মামলার পর ছায়া তদন্ত শুরু করে র‌্যাব। পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামির অবস্থান নিশ্চিত হয়ে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সবুজ আকনকে এয়ারপোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান হয় র‌্যাবের বিজ্ঞপ্তিতে।#

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT