বরিশাল -৩ আসনে নৌকার মনোনয়ন ফরম জমা দিলেন আতিকুর রহমান বরিশাল -৩ আসনে নৌকার মনোনয়ন ফরম জমা দিলেন আতিকুর রহমান - ajkerparibartan.com
বরিশাল -৩ আসনে নৌকার মনোনয়ন ফরম জমা দিলেন আতিকুর রহমান

3:28 pm , November 19, 2023

বাবুগঞ্জ প্রতিবেদক ॥  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল -৩ (বাবুগঞ্জ -মুলাদী) আসনে প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন ফরম জমা দিয়েছেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সোনারগাঁও এর সাবেক পরিচালক মোঃ আতিকুর রহমান আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন। রবিবার বিকালে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন তিনি। মনোনয়ন ফরম জমাদানকালে বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও  উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, বাবুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইকবাল আহমেদ আজাদ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও দেহেরগতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মশিউর রহমান, জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুল আহসান খান হিমু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সুফিয়ান, মোঃ হুমায়ুন কবির,  উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও বরিশাল জেলা পরিষদের সদস্য মোঃ মাইনুল হোসাইন পারভেজ মৃধা, উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ মফিজুর রহমান পিন্টু সিকদার, উপজেলা আওয়ামী লীগের সদস্য মাঝি মাসুম রেজা, মোঃ মাহবুব আলম মাসুম মৃধা, মোঃ গোলাম কিবরিয়া, মোঃ রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মোঃ ফাইজুল হক, আবুল কালাম সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মোঃ আবিদ আল সাকিব সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT