4:00 pm , November 13, 2023

লালমোহন (ভোলা) প্রতিনিধি ॥ ভোলা-৩ আসনের সংসদ সদস্য (এমপি) নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের জন্মই হয়েছে মানুষের কল্যাণের জন্য। মানুষের সুখে-দু:খে পাশে থাকায় আওয়ামী লীগ এখন গণমানুষের ভরসার প্রতীক হয়ে উঠেছে। দেশের মানুষ এখন উন্নয়ন বলতে আওয়ামী লীগকেই বোঝে।
রোববার রাতে ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের মাস্টার বাজার এলাকায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিতের লক্ষ্যে নেতাকর্মীদের সঙ্গে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি শাওন বলেন, কোনো ষড়যন্ত্র করে নির্বাচন বানচাল করা যাবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর সে নির্বাচনে দেশের জনগণই আওয়ামী লীগকে বিপুল ভোটে জয়ী করে আবারো রাষ্ট্র ক্ষমতায় বসাবে।
ধলীগৌরনগর ইউনিয়ন উত্তর শাখা আওয়ামী লীগের সভাপতি মো. মাকসুদুর রহমান হাওলাদারের সভাপতিত্বে এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুন, সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।