কাঠালিয়ার আ’লীগ নেতাকে ছাত্রদলের সাবেক নেতা উল্লেখ করে ফেসবুকে ষ্ট্যাটাস দেয়ায় মামলা কাঠালিয়ার আ’লীগ নেতাকে ছাত্রদলের সাবেক নেতা উল্লেখ করে ফেসবুকে ষ্ট্যাটাস দেয়ায় মামলা - ajkerparibartan.com
কাঠালিয়ার আ’লীগ নেতাকে ছাত্রদলের সাবেক নেতা উল্লেখ করে ফেসবুকে ষ্ট্যাটাস দেয়ায় মামলা

3:59 pm , November 13, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ ঝালকাঠির কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদককে সাবেক ছাত্রদল নেতা উল্লেখ ফেসবুকে ষ্ট্যাটাস দেয়ার অভিযোগে মামলা হয়েছে। সোমবার বরিশাল সাইবার ট্রাইবুনালে মামলাটি করা হয়। বিচারক মো. গোলাম ফারুক মামলা তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার জন্য কাঠালিয়া থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। মামলার বাদী হলেন কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহীন হাওলাদার। বিবাদী নজরুল ইসলাম ফোরকান কাঠালিয়ার বানাই গ্রামের বাসিন্দা। মামলায় অভিযোগ করা হয়েছে, নজরুল ইসলাম ফোরকান তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে শাহীন আলমকে নিয়ে গত ৯ জুন একটি পোস্ট দেন। এতে উল্লেখ করা হয়েছে, ‘এক সময়ে বিএনপির ছাত্র রাজনীতি করা শাহীন আলম শাহীন বর্তমান কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদন’। এ ধরনের পোষ্টে শাহীন আলমের সামাজিক ভাবমুর্তি নষ্ট হয়েছে। সাইবার নিরাপত্তা আইন- ২০২৩ এর ২৫ (ক), ২৬(১)(২), ২৯ ধারার অপরাধ করেছেন নজরুল ইসলাম ফোরকান।

 

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT