স্থানান্তর হচ্ছে না কেন্দ্রীয় বাস টার্মিনাল, অর্ধনির্মিত অবস্থায় পড়ে রয়েছে কোটি টাকার নির্মাণ কাজ স্থানান্তর হচ্ছে না কেন্দ্রীয় বাস টার্মিনাল, অর্ধনির্মিত অবস্থায় পড়ে রয়েছে কোটি টাকার নির্মাণ কাজ - ajkerparibartan.com
স্থানান্তর হচ্ছে না কেন্দ্রীয় বাস টার্মিনাল, অর্ধনির্মিত অবস্থায় পড়ে রয়েছে কোটি টাকার নির্মাণ কাজ

3:56 pm , November 13, 2023

ঠিকাদার নিয়ে গেলো বিল
পরিবর্তন ডেস্ক ॥ ট্রাক টার্মিনালের জায়গায় বরিশাল নগরের কেন্দ্রীয় বাস টার্মিনাল স্থানান্তরের কাজ ঢাকঢোল পিটিয়ে ও তরিঘরি করে শুরু করেও শেষ হলো না। পাশাপাশি কাজ শেষ না করেই ঠিকাদারী প্রতিষ্ঠানকে দিয়ে দেয়া হয়েছে বিল। যদিও নগর ভবন কর্তৃপক্ষ বলছে, যতটুকু কাজ হয়েছে তার বেশি বিল দেয়ার সুযোগ নেই, তাই সাবেক মেয়রের নির্দেশে সেভাবেই বিল দেয়া হয়েছে। আর প্রকৌশল দপ্তর বলছে আদৌ কেন্দ্রীয় বাস টার্মিনাল কাশিপুরের ট্রাক টার্মিনালে যাওয়ার সুযোগ নেই। এখন প্রশ্ন উঠেছে, তাহলে দুটি ভাগে কয়েক কোটি টাকার কাজের মাধ্যমে কাশিপুরের ট্রাক টার্মিনালে তড়িঘড়ি করে বাস টার্মিনাল স্থান্তরের পরিকল্পনা নেয়া হয়েছিলো কি কারনে। জানাগেছে, পদ্মা সেতু উদ্বোধনের পর বিভাগীয় শহর বরিশালসহ দক্ষিনাঞ্চলে যাত্রীবাহি পরিবহনের চাপ বেড়ে যায়। আর এ কারনে নগরের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালেও পরিবহনের চাপ বেড়ে যায় কয়েকগুন। বরিশাল-ঢাকা রুটে অর্ধশতাধিক নতুন পরিবহনের সংযোজন ও অভ্যন্তরীন রুটে দ্বিগুন পরিবহনের চাপে হিমশিম খেতে হয় টার্মিনাল ব্যবস্থাপনায়। তাই বাস মালিক সমিতির পক্ষ থেকে কেন্দ্রীয় বাস টার্মিনালকে সংস্কারের জন্য দাবি তোলা হয়। কিন্তু সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ কেন্দ্রীয় বাস টার্মিনালকে সংস্কার না করে কাশিপুরস্থ শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ট্রাক টার্মিনালের জন্য বরাদ্দকৃত নির্ধারিত জায়গায় স্থানান্তরের উদ্যোগ নেন। যে কাজে সাধারণ বাস মালিক ও স্থানীয় ওয়ার্কশপ এবং পার্স ব্যবসায়ীদের আপত্তি ছিলো বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
তবে আপত্তির মুখেই বাস মালিক সমিতির তৎকালীন সভাপতি ও সম্পাদক কিশের কুমার দে-কে সাথে নিয়ে কাশিপুরের ট্রাক টার্মিনালে বাস টার্মিনাল নির্মানের কাজ শুরু করে সিটি করপোরেশন।
তবে সর্বশেষ তথ্যানুাযায়ী কাশিপুর ট্রাক টার্মিনালের জায়গায় বাস টার্মিনালের কাজ এখনও শেষ হয়নি এখনও। টার্মিনালের পূর্ব ও উত্তর দিক ঘিরে কাউন্টার ভবনের সামনে সাটার পর্যন্ত লাগানোর কাজ শেষ হয়েছে। তবে উত্তর দিকের কাউন্টারগুলোর সামনে সাটার লাগানো হলেও পেছন খোলা। আর দক্ষিন দিকে কিছু কলাম উঠিয়ে রাখা হয়েছে, আর টার্মিনাল এলাকার মাঝে শ্যাওলা পরে জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে একটি অসম্পূর্ণ একতলা ভবন।
সর্বশেষ সোমবার কাশিপুর ট্রাক টার্মিনাল ঘূরে দেখা গেছে, দু’একটি বাস থাকলেও পুরো টার্মিনাল এলাকা ট্রাকের দখলে। তবে সেখানে কোন নির্মাণ কাজ যেমন হচ্ছে না, তেমনি লোকজনও তেমন একটা নেই।
এ বিষয়ে জানতে বরিশাল সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মো. আবুল বাশারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সাবেক মেয়রের শেষ সময়ে চলমান সড়ক ও ড্রেনের কাজগুলোর মতো কাশিপুর ট্রাক টার্মিনালের জায়গায় বাস টার্মিনাল স্থানান্তরের লক্ষে নির্মাণ কাজ বন্ধ রয়েছে। আর সংশ্লিষ্ট ঠিকাদার যে পর্যন্ত কাজ করেছে সেই পর্যন্ত বিল দিয়ে তাদের অব্যাহতিও দেয়া হয়েছে।
এদিকে অসমাপ্ত এই নির্মাণ কাজে কি পরিমান অর্থ ঠিকাদারী প্রতিষ্ঠান নিয়ে গেছে তার সঠিক পরিমান জানাতে না পারলেও কোটি টাকার ওপরে বিল নেয়া হয়েছে বলে ইংগিত দিয়ে তিনি বলেন, কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ এলাকা থেকে আপাতত স্থানান্তর করা হচ্ছে না।
স্থানান্তর না হলে কাশিপুরে কয়েকটি কোটি টাকা দিয়ে নির্মাণ কাজ করানো এবং অর্ধনির্মিত কাজগুলো রাষ্ট্র ও জনগনের অর্থের অপচয় হলো কিনা জানতে চাইলে তিনি বলেন, সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ নির্দেশে ট্রাক টার্মিনালে বাস টার্মিনাল স্থানান্তরের লক্ষে নির্মাণ কাজ দুটি ভাগে শুরু হয়েছিলো। তাই এখানে প্রকৌশল অধিদপ্তরের পক্ষে নির্মান কাজের মান দেখা ছাড়া কিছু করার ছিলো না।
আর স্থানান্তরের যদি প্রয়োজন নাই থাকে তাহলে ট্রাক টার্মিনালে বাস টার্মিনাল স্থানান্তরের লক্ষে ওই নির্মাণ কাজ কেন এবং কার সুবিধার জন্য করা হয়েছে এমন প্রশ্ন তুলেছেন যাত্রী সংস্থার নেতৃবৃন্দ।
এদিকে বাস মালিক সমিতির সাধারণ সদস্যরা জানান, শৃঙ্খলা নথুল্লাবাদ কাশিপুরে বাস টার্মিনাল নেয়ার বিষয়ে সাধারণ বাস মালিক ও স্থানীয় ব্যবসায়ীদের আপত্তি থাকলেও তাতে সায় দেয় বাস মালিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়রের ঘনিষ্টজন কিশোর কুমার দে। ২০২২ সালে ট্রাক টার্মিনালে বাস টার্মিনালের নির্মান কাজের সময় বিভিন্ন লাইভে মেয়রের সাথে ওই কাজ তদারকিতেও দেখা গেছে। কিন্তু মেয়র বদলের পর থেকেই এখন তার ভিন্ন রুপ দেখা যাচ্ছে।
আর এ বিষয়ে জানতে বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কিশোর কুমার দে’র ব্যক্তিগত নাম্বারে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি। তবে রোববার সাংবাদিকদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় নগরের দুটি বাস টার্মিনালের ব্যবস্থাপনার বিষয়ে বর্তমান মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত বলেন, এখানকার অব্যাবস্থাপনা নিয়ে ভাবা যায়না। সেনিটেশন, পার্কিং ব্যবস্থা নেই। বিল্ডিং ভেঙ্গে পড়ছে। এখানকার উন্নতি দ্রততার সহিত করতে চাই। তবে সামনে জাতীয় নির্বাচনের কারনে কিছু সময়ের জন্য সমস্যা হতে পারে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT