3:42 pm , November 11, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পৃথক তিন অভিযানে ৪৯ কেজি গাঁজাসহ ৬ মাদক পাচারকারী আটক হয়েছে। শনিবার ভোর রাত ও বিকেলে পৃথক তিন অভিযান করা হয় বলে জানিয়েছেন মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন।
আটককৃতরা হলো- ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের জুরাইন পোস্তাগোলা এলাকার রিপন তালুকদারের ছেলে শাহিন তালুকদার (১৯) একই এলাকার মোকতার হোসেনের ছেলে নুর হোসেন (১৯), পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া গ্রামের জলিল বয়াতির ছেলে সোহেল বয়াতি (২৮),একই এলাকার মাইনুল ইসলাম টিটুর ছেলে মিজানুর রহমান সুমন (২২), পটুয়াখালীর দুমকি উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত সোলেমান খানের ছেলে ফিরোজ খান (৩৮) এবং কালিকাপুর এলাকার মুসলিম শরীফের ছেলে খোকন শরীফ (৩০) ।
সহকারী পরিচালক এনায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি দল কীর্তনখোলা নদীর নগরীর দপদপিয়া টোল ঘর এলাকায় অবস্থান নেয়। প্রথমে ভোর রাত সাড়ে তিনটার দিকে ঢাকা থেকে কুয়াকাটাগামী চেয়ারম্যান পরিবহন থেকে চার কেজি গাঁজাসহ শাহিন ও নুরকে আটক করা হয়।
ভোর রাত সাড়ে ৪টার দিকে একই স্থানে তল্লাশী চৌকি স্থাপন করে চেয়ারম্যান পরিবহনের অপর একটি বাসে অভিযান করে তিন কেজি গাঁজাসহ সোহেল ও সুমনকে আটক করা হয়েছে।
পৃথক দুই অভিযানের ঘটনায় কোতয়ালী মডেল থানায় পৃথক দুইটি মামলা করা হয়েছে।
সহকারী পরিচালক বলেন, একই দিন বিকেল তিনটায় গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালীর দুমকি উপজেলার সাতানী গ্রামের ভাঙ্গার মোড়ে অভিযান করে। এ সময় অটোরিকশা থেকে ৪২ কেজি গাঁজাসহ ফিরোজ ও খোকনকে আটক করা হয়। তবে কালাম নামে অপর একজন পালিয়ে গেছে।
সহকারী পরিচালক এনায়েত আরো জানান, এ ঘটনায় তিনজনকে আসামী করে দুমকি থানায় মামলা করা হয়েছে।